সংক্ষিপ্ত প্রশ্ন-
১। আল-আসমাউল হুসনা বলতে কী বােঝায়?
২। আল্লাহ পাকের ৫টি গুণবাচক নাম অর্থসহ লেখ।
৩। তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পার?
৪। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’-ব্যাখ্যা কর।
Answers
Answered by
6
Answer:
১=গুণবাচক নামসমূহ।
২=খালিক =স্রষ্টা,মুহাইমিনুন =নিরাপত্তা দানকারী, সামাদুন =অমুখাপেক্ষী, হাসিবুন=হিসাব গ্রহণকারী,রাউফুন =পরম দয়ালু।
৩=সৃজনশীল(বই থেকে ভেবে লেখ)
৪=একই(৩)এর মতো।
Follow me to get more points.
Answered by
5
Answer:
১. আল - আসমাউল হুসনা আসমাল হুসনা আরবি শব্দ । আসমা শব্দের অর্থ নামসহ । আর হুসনা অর্থ সুন্দরতম । অতএব , আসমাউল হুসনা অর্থ সুন্দরতম নামসমুহ । আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নামকে একত্রে আসমাউল হুসনা বলা হয় । আলাহ তায়ালা সকল গুণের আধার । যেমন । তিনি সৃষ্টিকর্তা , বিন্ধিকদাতা , ক্ষমাশীল , দয়াবান , ধৈর্যশীল , সর্বজ্ঞ , সর্বশ্রোতা , সর্বজ্ঞানী , সর্বশক্তিমান , প্রতিপালক ইত্যাদি । এমন কোনাে গুণ নেই যা তারঁ মধ্যে নেই । এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে । এলাে হলে গুণবাচক নাম । গুণবাচক এসৰ নামই আসমাউল হুসনা।
Similar questions