Science, asked by firstboy448, 6 months ago

নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে
দেখল, ছােট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা
হয়েছে। সেতার মায়ের কাছে জাল, কোৰ
বিভাজনের কারনে এমন হয়েছে।
গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ কলেন। মেয়ে
মাকে জিজ্ঞেস রুল, “মা, তুমি মাটিতে সার দিত,
কিন্তু তা পাতায় পৌছাৰে কী করে। মা জানালেন
“এক বিশেষ প্রক্রির মাধ্যমে।
১।
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হাস মূলক
বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা ।
গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী
ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে।
ব্যাখ্যা কর।
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব
উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।​

Answers

Answered by noishorgyghosh
2

Answer:

ক) যে প্রকিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি কিংবা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।

বাকিগুলোর উত্তর আমিও খুজতেছি

Similar questions