World Languages, asked by tanber112232, 6 months ago

শ্রেণি-ষ্টম
বিঘয়। বি
এসাইনমে
ধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
এ পহিনমেন্ট/নিমালিতকাজ
মূল্যায়ন নির্দেশক
নিধিদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে। ক, কোষ বিভাজনের নঃ
দেখল, হেট পেয়ারা গাছটি ছয়। সে অনেক লন্ন। বন্যতা
প্রথম অধ্যায়ঃ গ্রাণি জগতের শ্রেণি নিন্যা।
পা -১ : প্রাণি সতের শ্রেণিবিন
পাঠ ২-৫ : মেরুদণ্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস
-': মেরুদণ্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস
পাঠ -১: শ্রেণি বাসে এয়োজনীয়তা
দ্বিতীয় অধ্যায়ঃ জীবের বৃদ্ধি ও বংলাতি
পাঠ -১ : কোষ বিভাজনের প্রকারভেদ
গাছটিতে কিছু জশ সারা | ক,লো। মেয়ে।
মাকে জিগেস কুদল। মা, তুমি তার দিচ্ছ, এ,
বিক ত| পাতা হবে । ।
.
পাঠ -৩ : (!-মেটাফে, মেটাফেজ,
ত্যানারে লোফে
পাঠ -৪ : টে{{ফে7
পাঠ ৫-৬; মিয়ােসিস
ঠে ০.১ : সং'-তিন " ২০ সেজে!,
f}} ও RNA এর ভূমিকা
তৃতীয় অধ্যায়ঃ ব্যাপন, অভিস্রবণ ও বােম্বেল
পাঠ ১-২। ন্যাপন
পাঠ -৩ : অভিস্রবণ
প। ৪। মুভিস্রবণের গুনে
পাঠ -৬ : প্রস্বেদল।
পাত -৭ : প্রবেদলের গুরুত্ব
+ ঠ - উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ
পাঠ ৮-১০। পানি ও ফজি লব' রিক হন।
ক) কেম বিতসে | কাকে লে?
ঘ, উত্রিয়ন, *
4) মিয়ালিস কাম বি. ক ল ল | লাশ শো অ৭ তাদি;
ভন বল! হা কে? 'ল| 0্য। ১ ।
ব্দ বিসেইন মুভি
1) ইকীপকে উল্লিখিত ভিজি। এটি! দীঘস্থায়।
৭|পটি উদ্ভিদের দ্ধিতে কীভাবে ভূমিকা রাখে।
ব্যাখ্যা কর।
ঘ) গায়ের উত্তরে যা লিjেঘ সূচি টি গুরুত্ব
উৰিলে। বিলে এত =লি-বিড়াবণ কর।​

Answers

Answered by sishuvo125
1

Answer:

প্রশ্নটি তুমি ঠিকভাবে করতে পারো নি। আশাকরি তুমি যা বোঝাতে চেয়েছ সেটি আমি বুঝতে পেরেছি। উত্তরগুলো নিচে দিলাম।

কোষ বিভাজন কাকে বলে?

কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ (Mother cell) বলে।

কোষ বিভাজন ৩ প্রকার। যথাঃ- অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়ােসিস কোষ বিভাজন।

মিয়ােসিস কোষ বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।

মিয়ােসিস কোষ বিভাজনকে মাতৃকোষর নিউক্লিয়াসটি পরস্পপর দুইবার বিভাজিত হলেও ক্রোমােজোম বিভাজিত হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমােজোমর সংখ্যা অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে ক্রোমােজোমর সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলে।

উদ্দীপকে উল্লেখিত বিভাজন পক্রিয়ার দীর্ঘস্থায়ীটি উদ্ভিদের বৃদ্ধিতেকীভাবে ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।

উদ্দীপকে উল্লেখিত বিভাজন পক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি হল প্রােফেজ। প্রােফেজ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ।

প্রােফেজ উদ্ভিদের বৃদ্ধিতে নিন্মলিখিত ভূমিকা রাখেঃ

উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক টিস্যু যেমনঃ কান্ড, মূলের অগ্রভাগ, ভ্রুণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে সমআকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমােজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমােজোম লম্বালম্বিভাবে দুইভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমােজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমােজোম সংখ্যার সমান থাকে। এভাবে কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ প্রোফেজ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।

মায়ের উপরে বলা বিশেষ পক্রিয়াটির  গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি - তা বিশ্লেষণ কর।

উদ্দীপকে মায়ের বলা পক্রিয়াটির নাম হল অভিস্রবন পক্রিয়া। অভিস্রবন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে এর কারণ বিশ্লেষণ করা হল

পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ অভিস্রবন পত্রিয়ায় উদ্ভিদের কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে।

উদ্ভিদ এককোষী মূলরােম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ অভিস্রবন পত্রিয়ায় শােষণ করে।

অভিস্রবনের কারণে রসস্ফীতি ঘটে, ফলে উদ্ভিদের কান্ড ও পাতা সতেজ ও খাড়া থাকে।

পত্ররন্দ্র খােলা বা বন্ধ হওয়া অভিস্রবন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ হতে অন্য কোষে পানি চলাচল, কোষের বৃদ্ধি, কোষের স্বাভাবিক আকার ও আকৃতি রাখা কোষের দৃঢ়তা প্রদান, মাটি হতে রস উত্তোলন, বীজের অঙ্কুরোদগম প্রভৃতিতে অভিস্রবন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুতরাং দেখা যাচ্ছে যে, অভিস্রবন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের সার্বিক শরীরবৃত্তীয় পক্রিয়াগুলাে নিয়ন্ত্রণ করে। তাই অভিস্রবন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Similar questions