Science, asked by kabirahammed3872, 5 months ago

মিয়োসিস কোষ বিভাজন কে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেনো​

Answers

Answered by romanticboy76
12

Answer:

মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

ধন্যবাদ এই প্রশ্নের জন্য

আপনার প্রশ্নের উত্তর জেনে নিন।

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে(Daughter cell)) পরিণত হয়। এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দু'বার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

Similar questions