Hindi, asked by bandanhaldar, 7 months ago

সংক্ষেপে উত্তর দাও:
) ' সিংহ শশক কথা' - গল্পে সিংহটির নাম কি? সে কোথায় বাস করত?​

Answers

Answered by NirmalPandya
0

"সিংহ শশক কথা" গল্পে সিংহের আলাদা ভাবে কোনো নাম ছিল না, কিন্তু সিংহকে "বনের রাজা", "বনের বাদশা" বলে উল্লেখ করা হয়েছে । গল্পটিতে সিংহটি বনের মধ্যে বাস করত ।

  • প্রাচীন কালের সাহিত্যে পশুপাখি, জন্তু জানোয়ারদের নিয়ে অনেক  নৈতিক গল্পের অস্তিত্ব পাওয়া যায় । গল্প গুলি মূলত শিশু সাহিত্যের অন্তর্গত ।
  • "সিংহ শশক কথা" গল্পটিতে এক অত্যাচারী সিংহের উল্লেখ আছে । সিংহটি তার বাহুবলে বনের রাজা এবং সে প্রতিদিন বনের একজন নিরীহ পশুকে শিকার করে এবং খেয়ে নয় ।
  • গল্পটিতে আরেক শশক এর উল্লেখ আছে । "শশক" কথার অর্থ হলো "খরগোশ" । এই খরগোশটি তার বুদ্ধিবলে সিংহটিকে বোকা বানিয়ে হত্যা করে এবং বনের সমস্ত নিরীহ পশুকে সিংহের অত্যাচার থেকে রক্ষা করে ।

#SPJ1

Similar questions