Biology, asked by mahasagar786192, 6 months ago

পার্বত্য ও কৃ্ষ্ন মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।

Answers

Answered by ferozpurwale
0

Explanation:

নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে চারনোজেম মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে।

নাতিশীতোষ্ণ জলবায়ুর তুলনামূলক ভাবে অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পডসল মৃত্তিকা দেখা যায়।

অবস্থান

পৃথিবীর প্রধান প্রধান নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল গুলিতে চারনোজেম মৃত্তিকা দেখা যায়। যেমন - আমেরিকা যুক্ত রাষ্ট্রের প্রেইরী, ইউরোপের স্টেপ, দক্ষিণ আমেরিকার পম্পাস প্রভৃতি তৃণভূমি অঞ্চল।

রাশিয়ার সাইবেরিয়া, কানাডার উত্তরাংশ, ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল প্রভৃতি সরল বর্গীয় বনভূমি অঞ্চলে পডসল মৃত্তিকা দেখা যায়।

বর্ণ

চারনোজেম মৃত্তিকা সাধারণত কালো রঙের হয়।

পডসল মৃত্তিকা ধূসর ছাই রঙের হয়ে থাকে।

জলধারণ ক্ষমতা

Similar questions