Science, asked by rsmjaman99, 6 months ago

তিতে ২০২০ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ও
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ
.
এ উন্নততর খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলােয়াড়। তার ওজন ৬৮ কেজি
এবং উচ্চতা ১৭০ সেমি। সেরুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে।
শাকসবজি, ফলমূল ও মাছ, মাংস খেতে পছন্দ করে না।
ন ক ফুটনাংক কাকে বলে?
হ কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর।
। খােকনের বি এম আই নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার ।
অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বি​

Answers

Answered by Xxitzking01xX
40

Answer:

২০২০ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা

চাহিদা মোতাবেক শ্রেণিতে ক্লিক করুনঃ

গতকালকের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন যে,‘উচ্চ মাধ্যমিকের স্থগিত তিনটি পরীক্ষা আমরা জুনে করাব। একাদশ শ্রেণিতেও প্রচুর পড়ুয়া। ওদের তিনটি পরীক্ষা বাকি আছে। তবে ক্লাস ইলেভেনের যে-সব পড়ুয়া বার্ষিক পরীক্ষায় বসেছিল, তাদের সবাই পাশ। রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টার পরীক্ষা হবে। বাকিরা এক ধাপ করে এগিয়ে যাবে।’

এই নিয়ে বেশ কিছু স্নাতক-স্নাতকোত্তর ছাত্রছাত্রিদের মনে প্রশ্ন জেগেছে যে, তাহলে তাঁদের কোন কোন সেমিস্টার দিতে হবে বা আর কোন কোন সেমিস্টার দিতে হবে না ? এই নিয়ে আমারা সাম্ভাব্য কিছু উত্তর খুঁজে পেয়েছি সেই গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আপনাদের সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। কিন্তু এর জন্য কিছু দিন আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে ।

Similar questions