India Languages, asked by indradas653, 8 months ago

এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কথাটি কে বলেছেন?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

কালিদাসের রচিত ' অভিজ্ঞানম শকুন্তলম ' একটি নাটক । এই নাটকের ষষ্ট অঙ্ক থেকে নেওয়া 'ধীবর বৃত্তান্ত' নামক অংশটি ।

রাজকর্মচারীরা তাকে রাজদরবারে ধরে নিয়ে যাবার পর নানান জিজ্ঞাসাবাদেও সে বিচলিত হয়নি । রুইমাছের পেট থেকে আংটি পাওয়ার কথায় ধীবর অত্যন্ত বলিষ্ঠতার সাথে উচ্চারণ করেছে -

''এখন মারতে হয় মারুন , ছেড়ে দিতে হয় দিন ' '

Similar questions