প্রোফেজ ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে
Answers
Answer:
i don't know this handwriting
Explanation:
sorry search in Google
প্রোফেজ মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ।
প্রফেস হল মাইটোসিসের প্রথম পর্যায়। এটি এমন একটি প্রক্রিয়া যা মাতৃকোষের নিউক্লিয়াসে বহন করা জিনগত উপাদানকে দুটি অভিন্ন কন্যা কোষে বা অপত্য কোষে পৃথক করে। মাইটোসিস কোষ বিভাজনে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশে যেমনঃ কান্ড, মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম দুইভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে।
প্রথম পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়। দ্বিতীয় পর্যায়ে পানি বিয়ােজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙ্গে গিয়ে কতগুলাে নির্দিষ্ট সংখ্যক আঁকাবাকা সজায় মতাে অংশের সৃষ্টি হয়। এগুলােকে ক্রোমােজোম বলে। এরপর প্রতিটি ক্রোমােজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলাে সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। যেহেতু প্রফেজ কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ স্থায়ী ধাপ তাই মাইটোসিস বিভাজনের এই স্তরের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এভাবে কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ প্রোফেজ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।