Art, asked by sejutibanerjee6, 7 months ago

কমবেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও:
১ দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলােচনা করাে।
৫x২=১০​

Answers

Answered by ranitbanik05
4

Answer:

Explanation:। কথামুখ ; মতি নন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কনকচাপা পাল । কোনির লড়াই ছিল একইসঙ্গে সংসারে দারিদ্র্যের সঙ্গে অন্যদিকে জলে প্রতিপক্ষের সঙ্গে । স্বাভাবিকজড়তা : অভাবের সংসারে দাদার মৃত্যুর পর কোনির বুক ঠেলে একটিই প্রশ্ন ওঠে “ এবার আমরা কী খাব ? ” আর এই খিদের যন্ত্রণাই কোনিকে সর্বত্র তাড়িয়ে নিয়ে বেড়ায় । কখনও তা নেহাতই বেঁচে থাকার খিদে কখনও - বা তা জেতার খিদে । গরিব ঘরে জন্ম হওয়ায় স্বাভাবিক একটা জড়তা অনেকের মধ্যেই থাকে । কোনিও তার ব্যতিক্রম নয় । তাই অমিয়া বা হিয়ার মতাে মেয়েদের কথাবার্তা আর কাজকর্মে সে সহজেই অপমানিত বােধ করে । শ্রেষ্ঠত্বের । পদকপ্রাপ্তি : হিয়ার ‘ আনস্পাের্টিং ’ শব্দটা কোনিকে বিজয়িনীর মঞ্চে পৌঁছে দিয়েছে । কোনি জেদি , একরােখা , পরিশ্রমী আর কষ্টসহিষ্ণু । জীবনে ও জলে সর্বত্রই লড়াইয়ে শেষ পর্যন্ত সে জেতে । শত বঞ্চনা , অজস্র অপমানের পরও সাফল্যের পদক ঝােলে কোনিরই গলায় । লড়াকু ও পরিশ্রমী মানসিকতা : সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে , কঠোর জীবনযাপন করে কোনির জীবনে এসেছে সাফল্য । ক্লাবের রাজনীতি , চুড়ান্ত অপমান , অবহেলার বিপক্ষে সেশুধুই অনুশীলন চালিয়ে গেছে । লড়াকু , পরিশ্রমী মানসিকতা তাকে বিজয়িনী করে তুলেছে ।

Similar questions