Science, asked by afrozaswpna, 5 months ago

নিধি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছ টি ছয় মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো, কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করল,"মা তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে"। মা জানালেন," এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে"
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ)মিয়োসিস কোষ বিভাজনকে রাস মুলক বিভাজনও বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো।​

Answers

Answered by Anonymous
11

Answer:

নিধি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছ টি ছয় মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো, কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করল,"মা তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে"। মা জানালেন," এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে"

ক) কোষ বিভাজন কাকে বলে?

খ)মিয়োসিস কোষ বিভাজনকে রাস মুলক বিভাজনও বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো।

Similar questions