খালিদ বলে বেড়াতো “শুধু ইসলামেই মুক্তি তা নয়
বরং যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যায়।
খালিদের এ বক্তব্য ইসলামি ৰিঙ্গিদের মৌলিক
বিষয়ের সাথে সাংঘর্ষিক কি না? তােমার
পাঠ্যবইয়ের তলোকে মূল্যায়ন করে।
Answers
explanation :
ইসলাম অর্থ, শান্তি । আর অর্থই মুক্তি । ইসলাম পৃথিবীর মানুষদের দিয়েছে এক পূর্ণ জীবন বিধান । আর কোরআন এর বাণী অনুযায়ী:
ومن يبتغ غير الإسلام دينأ فلن يقبل منه وهو في الآخرة من ا لخصرين.
অর্থ : যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করবে, তা কখনোই গ্রহণযোগ্য হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে । (সারা আলে ইমরান , 85)
উদ্দীপকে, খালিদ বলে বেড়াতো যে, "শুধু ইসলামেই মুক্তি তা নয় বরং যে কোন ধর্ম মানলেই মুক্তি পাওয়া যায় ।"
খালিদের এই বক্তব্য ইসলামের আকাঈদের মৌলিক বিষয়ের সাথে সাংঘার্ষিক। কেননা,আমরা জানি যে কোরআন মাজিদে আছে যে,ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে না ।আর কেউ যদি তা করে তাহলে তাকে পরকালে শাস্তি পেতে হবে ।
এছাড়া, ইসলাম সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন,
ان الدين عنداللة الاسلام.
অর্থ: নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ।
সুতরাং বলা যায় যে,খালিদের কথা সম্পূর্ণরূপে ভুল । আর যদি সে
তার উক্তি পরিবর্তন না করে তাহলে সে পরকালে কঠিন আযাবের সম্মুখীন হবে ।