Science, asked by paroltripura541, 6 months ago

ক) সংক্ষিপ্ত উত্তর প্রক
১। ইহুদি ৰংশে তিনজন লোকের কী কী শারীন্ত্রিক সমস্যা ছিল?
২। 'সততার পুরস্কার’ পর তৃঞ্জয় ব্যক্তি মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও
৩। সততার পুরস্কার’ গল্পটি শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ।
৪। লােকে যেপেৰ ৰসাৰুৰুে মহলােক বলে ভাবতে কেন?
৫। বােলতা বা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কেন?
৬। মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুট বাইরে বেরিয়ে এসেছিল কেন?
৭। সমঝদাৰ আৰু ধৰছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়?
৮। নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় ঘ
৯। মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কী বিশ্বাস করতেন?
১০। নীলনদ আর পিড়ামিডের দেশ ভ্রমণকাহিনী অনুযায়ী সুদানসীর শা
গঠনের বর্ণনা দাও।​

Answers

Answered by crystal35
0

১.         ‘সততার পুরস্কার’ গল্পের মূল বাণী কী?

            i. সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয়

            ii. আল্লাহ মানুষকে পরীক্ষা করেন

            iii. আল্লাহ সেলাককে যথাযথ পুরস্কার দেন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii       

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২. স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে কাদের কাছে এসেছিল?

            ক. ১ জন লোকের কাছে        

            খ. ২ জন লোকের কাছে

            গ. ৩ জন লোকের কাছে               

            ঘ. ৪ জন লোকের কাছে

৩.         ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন?

            ক. সাহায্য নেওয়ার জন্য       

            খ. পরীক্ষা নেওয়ার জন্য

            গ. শিক্ষা দেওয়ার জন্য               

            ঘ. মূল্যায়নের জন্য

৫.         প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে—

            i. সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য                        

            ii. চরম অকৃতজ্ঞতা

            iii. উপকারীর উপকার স্বীকার করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i     খ. ii    গ. i ও ii     ঘ. ii ও iii

৬.         প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা গেলে সে তাকে তার কোন কষ্টের কথা বলে?

            ক. সকলে যে আমাকে বড় ঘৃণা করে          

            খ. আহা! আমার এই রোগ যদি সারিয়া যায়

            গ. আহা! আমার জীবন কত কষ্টের

            ঘ. আহা! আমার শরীর যদি সুস্থ হতো

৭. তৃতীয় ব্যক্তির প্রার্থনায় কী ফল হলো?

            ক. তার গায়ের চামড়া ভালো হলো  

            খ. তার মাথায় চুল গজাল

            গ. তার টাক সেরে গেল              

            ঘ. তার চোখ ভালো হয়ে গেল

৮.         দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহর দূত কী দিলেন?

            ক. ছাগল  খ. গাভিন ছাগল

            গ. গাভিন উট         ঘ. গাভিন গাই

৯.         আল্লাহর দূত কোন রূপে লোক তিনটির কাছে এসেছিলেন?

            ক. নিজের রূপে      খ. মানুষের রূপে

            গ. ফেরেশতার রূপে ঘ. ফকিরের রূপে

১০. ফেরেশতা লোক তিনটির কাছে নিজের কী পরিচয় দিল?

            ক. বিদেশি            খ. ফেরেশতা

            গ. ফকির ঘ. মুসাফির

১১.        ফেরেশতা অকৃতজ্ঞদের কী শাস্তি দিল?

            i. তাদের আগের রূপ ফিরিয়ে দিল

            ii. তাদের অর্থ-সম্পদ কেড়ে নিল

            iii. তাদের বর্তমান রূপ ও অর্থ দুই-ই কেড়ে নিল

            নিচের কোনটি সঠিক?

            ক. i    খ. ii    গ. iii     ঘ. i, ii ও iii

১২.        ‘সততার পুরস্কার’ গল্পে কে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল?

            ক. ফেরেশতা         খ. প্রথম ব্যক্তি

            গ. দ্বিতীয় ব্যক্তি      ঘ. তৃতীয় ব্যক্তি

১৩. ফেরেশতা অন্ধ ব্যক্তিকে কী বলল?

            i. আল্লাহ তোমার ওপর খুশি হইয়াছেন

            ii. আমিও তোমার ওপর খুশি হইয়াছি

            iii. বাস্। তোমার জিনিস তোমারই থাকো

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii       

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৪.       ‘সততার পুরস্কার’ গল্পটি পড়লে শিক্ষার্থীদের কী লাভ হবে?

            i. সততার পরিচয় দিতে পারবে

            ii. নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে

            iii. অকৃতজ্ঞতা ও কৃতজ্ঞতার ফল সম্পর্কে সম্যক ধারণা লাভ

HOPE it helps you and mark me as a braienlist and follow me

Similar questions