Biology, asked by ma6214728, 6 months ago

আল্লাহ পাকের ৫ টি গুনবাচক নাম অর্থসহ ​

Answers

Answered by pemujyoti1985
1

Answer:

is it in bangla language l don't know

Answered by juhi4312
7

Answer:

1. আল্লাহ - আল্লাহ : যদি কেউ প্রতিদিন এই নামটি

1000বার পাঠ করে,তবে আল্লাহ আপনার হৃদয় থেকে সমস্ত সন্দেহ এবং অনিশ্চয়তা দূর করবেন এবং দৃঢ় সংকল্প ও বিশ্বাসের ব্যবস্থা করবেন।

2. আল-মালিক-অধিপতি: যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে।

3. আল-ক্বুদ্দূস-পূতপবিত্র,নিখুত

প্রতিদিন যদি কেউ এটা 100বার পাঠ করে তাহলে বিপদ কখনই কাছে আসে না।

4. আল-মু'মিন-জামিনদার, সত্য ঘোষণাকারী

এই নামটি 631 বার পাঠ করলে সে ক্ষতি থেকে নিরাপদ থাকবে।

5. আর- রযয্বাক - প্রদানকারী

যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তাকে আল্লাহ তায়ালা রিযিক দান করবেন।

Similar questions