এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ
প্রশ্ন ১। পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামি আছে। এদের
গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া
উপকার ও অপকার করে থাকে।
ক) এমিৰিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
গ) উদ্দীপকের প্রথম অণুজীৰট উখিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর
ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীৰাটর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
১। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
২। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?
Answers
Answered by
0
Answer:
ভাইরাস (Virus)হল একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা অতি-আণুবীক্ষণিক এবং অকোষীয়। ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত হবে কিনা, এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে। ভাইরাস মানুষ,পশু-পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে- এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়।
ভাইরাস।
Similar questions