History, asked by roddro, 9 months ago

৩। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান বর্ণনা কর।​

Answers

Answered by AminderSaini
0

Answer:

whish is this language bro jsj2idodoeowiiedi3ifhfj

Answered by bithika1683
6

সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান—

সািম্র্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো

বিশেষ ধর্মীয় কাঠামো

বিশাল সাম্র্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিয়ুস গোটা সাম্র্রাজ্যকে ২১টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সঙ্গে যোগাযোগ রাখাার জন্য তিনি তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাকব্যবস্থা চালু করেছিলেন। এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোক সব প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারত।

পারস্য সভ্যতার অন্য অবদান ছিল বিশেষ ধর্মীয় কাঠামোতে। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক জরাস্ট্রার। পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশই গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের ওপর।

hope it will help you.

Similar questions