উদ্দিপকে উল্কেখিত বিভাজন প্রএিয়া দীঘ স্হায়ী দাপটি উদবিদের বৃদ্ধিতে কিভাবে ভুমিকা রাখে ব্যাখ্যা কর।
Answers
Answer:
জন্মের পর থেকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের এই যে
বেড়ে ওঠা, এ প্রক্রিয়ার নামই মাইটোসিসউন্নত প্রাণী
(অ্যামিবা বা ব্যাকটেরিয়া নয়) ও উদ্ভিদের বেড়ে ওঠার
পেছনে এই মাইটোসিসই ভূমিকা রাখে'মাইটোসিস
প্রক্রিয়ার ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপটি হলাে
প্রফেজ!এটি হলাে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী
ধাপ৷এই ধাপের কাজ সমূহ হলােঃ
[i] ক্রোমােজোম সৃষ্টি করা T
[i] ক্রোমাটিড গঠন করা ।
[iii] নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটানাে
|
[iv] ক্রোমাটিডদ্বয়ের স্পাইরালাইজেশন ঘটানাে।
এই দশার প্রারম্ভে নিউক্লিয়াসটি আকার ও আয়তনে
বড়াে হয়। এরপর জলবিয়ােজনের ফলে নিউক্লিয়
জালক বা ক্রোমাটিন সূত্র থেকে নির্দিষ্ট সংখ্যকএই দশার প্রারম্ভে নিউক্লিয়াসটি আকার ও আয়তনে
বড়াে হয়। এরপর জলবিয়ােজনের ফলে নিউক্লিয়
জালক বা ক্রোমাটিন সূত্র থেকে নির্দিষ্ট সংখ্যক
ক্রোমােজোম সৃষ্টি হয় T
পরে প্রতিটি ক্রোমােজোম
লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে,
এরা সেন্ট্রিমিয়ার অঞ্চলে জোড়ায় জোড়ায় পরস্পরের
সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে নিউক্লিয় জালিকা থেকে
ক্রোমােজোম সৃষ্টি হয়,
প্রতিটি ক্রোমােজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ২টি করে
ক্রোমাটিন গঠন করে এবং নিউক্লিয় পর্দা ও
নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এভাবেই এই
প্রকৃয়াটি উদ্ভিদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে