ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন
Answers
Answered by
9
Answer:
ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমালেমা,সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছু না থাকার কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়।
Answered by
34
Answer:
ভাইরাসঃ ভাইরাস এক প্রকার অতি ক্ষুদ্র সত্ত্বাবিশেষ। ভাইরাসের দেহ প্রোটিনের আবরন দিয়া গঠিত, একে ক্যাপসিড বলে। এতে কোষ প্রাচীর বা প্লাজমামেমব্রেন বা সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস, মাইটোকন্ডিয়া, রাইবোজম, গলগি বডি ইত্যাদি অঙ্গানু নাই। একটি কোষে যেসকল অঙ্গানু থাকে ভাইরাসে তার কিছুই নাই। শুধু প্রোটিনের আবরন ও DNA থাকে। ভাইরাস খাদ্য গ্রহন করেনা, ছোট থেকে বড় হয়না, পোষক দেহের বাইরে ভাইরাসে জীবনের কোন অস্তিত্বও থাকেনা। দেহে কোন কোষীয় বিপাক যেমন রেচন, পরিবহন ইত্যাদি ঘটেনা ভাইরাসকে স্ফটিক করে বহু বছর পর্যন্ত অবিক্রিত রাখা যায় । এরকম একটি ক্ষুদ্র গঠনকে কোষ যায়না, তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়।
Similar questions