World Languages, asked by Anonymous, 5 months ago

আমি কিভাবে আল্লাহর গুণে গুণানিবত হতে পারি?​

Answers

Answered by sishuvo125
3

Answer:

হাদিস শরিফে রাসূলুল্লাহ (সা.) বলেনঃ

"তােমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।"

আল্লাহর রং বা গুণ হল আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ টি নাম। আল্লাহর নামাবলী আত্মস্থ করার বা ধারণ করার অর্থ হল সেগুলাের ভাব ও গুণ অর্জন করা এবং সেসব গুণাবলী ও বৈশিষ্ট্য কাজকর্মে, আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেসব গুণের অধিকারী হিসেবে গড়ে তােলা। যেমনঃ

আল্লাহ হলেন আল-গফার মানে মার্জনাকারী। আল্লাহ ক্ষমাশীল। আমাদের নবীজিও (সা.) ক্ষমরা মহৎ উদাহরণ ছিলেন। তাই আমারাও চেষ্টা করবাে মানুষদের ক্ষমা করতে।

আল্লাহ হলেন আল-মুইজ অর্থাৎ সম্মানপ্রদানকারী। আমরাও চাইলে মানুষদের সম্মান করতে পারি। বড়দের সালাম আর ছােটদের স্নেহ করতে পারি।

Similar questions