Social Sciences, asked by mmovi0784, 6 months ago

সাইকাস,সুপারি গাছ,মস,কাঠাল গাছ,সরিষা উল্লেখিত উদ্ভিদ গুলো কোন ধরনের,তাদের বৈশিষ্ট্য লিখ​

Answers

Answered by seautimistri578
3

Answer:

বই তে দেখ ঠিক লেখা আছে ।নিজের কাজ অন্ন কে না দিয়ে করানোই ভাল।

Explanation:

যখন তুমি নিজে পারবে তখন তুমি অন্নকে জিগ্গেশ করবে না ।তুমি নিজে যখন অত পারবে ।তখন সব থেকে বেশি খুশি তুমি ই পাবে ।আমার কথাটা মিলিয়ে নিও । By the way বই তে লেক আছে ।

Answered by Anonymous
14

Explanation:

সাইকাস হলো সপুষ্পক নগ্নবীজী উদ্ভিদ।

সপুষ্পক নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যঃ

★ এদের দেহ সুপষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত

★ এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না।

★ ডিম্বকগুলো নগ্ন থাকে।

★ এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

সপারি গাছ, কাঠাঁল গাছ, সরিষা হলো সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদঃ

★ এদের দেহ সপুষ্টভাবে মূল ও কাণ্ড ও পাতায় বিভক্ত

★ এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে।

★ ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতর সজ্জিত থাকে।

★ নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়।

মস অপুষ্পক উদ্ভিদ।

অপুষ্পক উদ্ভিদ মসের বৈশিষ্ট্য হলোঃ

★ এদের ফুল ও ফল হয় না।

★ সাধারণত এদের ন্যায় মূল নেই।

★ মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে।

★ এরা সবুজ ও স্বভোজী।

★ সাধারণত এদের ভেজা দেয়ালে বা পানিতে ভাসমান অবস্থায়ও দেখা যায়।

অন্যবার নিজে চেষ্টা করবে। নিজের দক্ষতা হলো সবচেয়ে বড় দক্ষতা।

আমার উত্তরটি যদি ভালো লাগে follow করতে পার।

Similar questions