Art, asked by mdismail47, 5 months ago

৩। সভ্যতার ইতিহাসে পারস্যদের দুটি বড় অবদান বর্ণনা​

Answers

Answered by Anonymous
6

Answer:

সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান হলোঃ

i) সাম্রাজ্য পরিচালনায় বিশেষ প্রশাসনিক অবকাঠামোঃ

সম্রাট দারিয়ুস বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য সাম্রাজ্যকে ২১টি প্রদেশে ভাগ করেছিলেন। তিনি প্রতিটি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য সড়ক তৈরি করে ডাক ব্যবস্থা চালু করেন। পারস্যের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তীতে বিশ্বের অনেক দেশ গ্রহণ করেছিল।

ii) বিষেশ ধর্মীয় কাঠামোঃ সর্বপ্রথম পারস্যের ধর্ম প্রচারক জরাস্ট্রাটার একেশ্বরবাদী ধর্ম প্রচার শুরু করেন। যা পরবর্তীতে বিশ্বের অনেক ধর্মের উপর প্রভাব ফেলে।

উত্তরটি ভালো লাগলে, প্লিজ follow me.

follow me.

Answered by payel6147
1

Answer:

ok......................

Similar questions