Biology, asked by ahmodrashell, 6 months ago

খালিদ বলে বেড়াতো “শুধু ইসলামেই মুক্তি তা নয়
বরং যে কোনাে ধর্ম মানলেই মুক্তি পাওয়া যায়।
* খালিদের এ বক্তব্য ইসলামি আকাঈদের মৌলিক
3 বিষয়ের সাথে সাংঘর্ষিক কি না? তােমার
গাঠ্যবইয়ের আলােকে মূল্যায়ন করাে।​

Answers

Answered by shashankpoojar51
7

Answer:

Translat it and please mark my answer as bralinlist

Answered by poonammishra148218
0

Answer:

কারন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইমরান খানের মত অবসর টাইম নেই।শেখ হাসিনার অনেক কাজ কাছে।কিন্তু ইমরান খানের কোন কাজ নেই।সে নিজে সারাদিন ভারতের অভ্যন্তরীন ইস্যু ও ইসলামোফোবিয়া চিন্তা ভাষন দিতে থাকে।এটা সস্তা জনপ্রিয়তা লাভের চেষ্টা এবং পাকিস্তানের জনগণ খুদ এসব চাপাবাজী বুঝে।ইমরান খান যদি সত্যিই ইসলামোফোবিয়া বন্ধ করতে চান তাহলে তার উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে NGO খোলা।যা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কাজ করবে এবং মুসলমানদের সাহায্য করবে।

Explanation:

Step 1: কিন্তু একজন প্রধানমন্ত্রী কাজ কি?রাষ্ট্রের আর্থ সামাজিক উন্নয়ন।ইমরান খান এতে কতটা সফল?তিনি পাকিস্তানের উন্নয়ন নিয়ে কি সাড়া ফেলতে পেরেছেন?সে ক্ষমতায় আমার আগে বলেছিল পাকিস্তানকে নাকি সুইজারল্যান্ড বানিয়ে দিবে।সে কি পেরেছে। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নিজের দেশেই উন্নয়ন করছেন।তার ভাষন দেওয়ার মত অনেক বিষয় আছে।এসব সস্তা জনপ্রিয়তা পাওয়া জন্য ধর্মকে ব্যবহার করার দরকার নেই।

Step 2: এখন আসুন ইমরান খানের এসব ভাষন কি কোন কাজ আসছে?উত্তর হচ্ছে না।ইমরান খান ও তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীর চাপাবাজীর কারনে সৌদি পাকিস্তানকে লোন দেওয়া বন্ধ করে দিয়েছে।ফ্রান্স পাকিস্তানের সাবমেরিন ও বিমানের নতুন পার্টস দিচ্ছে না।ইমরান খান যতই ইসলামোফোবিয়া নিয়ে কথা বলুক তাতে কোন কাজ হবে না।কারন পাকিস্তান ধর্মীয় সংখ্যালঘুদের জন্য জাহান্নাম সেটা সারা পৃথিবীর মানুষ জানে।ইমরান খান তার নিজের দেশের হিন্দু,শিখদের অধিকার না দিয়ে ইসলামোফোবিয়া নিয়ে কথা বলাকে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ "হিপোক্রেসি" হিসাবে দেখে।

Step 3: অন্য দিকে শেখ হাসিনার নীতি ইসলামোফোবিয়া কমাতে সাহায্য করেছে।কারন পশ্চিমারা যখন দেখবে বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ কিন্তু বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ শুধু তখনই তাদের মুসলমানদের প্রতি ভাল ইমপ্রেশন তৈরি হবে।ইসলামোফোবিয়া তখনই কমবে যখন মুসলিম দেশগুলো তাদের সংখ্যালঘুদের অধিকার প্রদান করবে এবং নিজেরা ধর্ম নিরপেক্ষতার চর্চা করবে।মুসলিম বিশ্বের যত স্যাকুলার রাষ্ট্র নেতা আছে তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম।তার আচরন দেখে পশ্চিমাদের ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভাল ধারনা হবে।

Learn more about similar questions visit:

https://brainly.in/question/28396558?referrer=searchResults

https://brainly.in/question/31619990?referrer=searchResults

#SPJ3

Similar questions