কপারের সঙ্গে নাইট্রিক এসিডের বিক্রিয়া গুলির সম্ভাব্য সমীকরণ দাও
Answers
Answer: নাইট্রিক অ্যাসিডের [Nitric Asid] ধর্ম :
(a) ভৌত ধর্ম:-
[i] বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড বর্ণহীন, ধূমায়মান, জলাকর্ষী এবং অম্লস্বাদ বিশিষ্ট তরল ।
[ii] স্বাভাবিক উষ্ণতায় নাইট্রিক অ্যাসিড উদ্বায়ী এবং এর গন্ধ স্বাসরোধী ।
[iii] নাইট্রিক অ্যাসিডের [HNO3] এর আপেক্ষিক গুরুত্ব 1.52 এবং স্ফুটনাঙ্ক [Boiling point] 86°C ও হিমাঙ্ক [Melting point] -42°C ।
[iv] নাইট্রিক অ্যাসিড [HNO3] জলে যেকোন অনুপাতে দ্রাব্য ।
(b) রাসায়নিক ধর্ম:
[১] তাপের প্রভাব: লোহিততপ্ত ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা গাঢ় নাইট্রিক অ্যাসিড ফেললে, নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে বাদামী বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, জল এবং অক্সিজেন উত্পন্ন করে । অ্যাসিড দ্রবণ হলুদ বর্ণ হয় ।
4HNO3 = 2H2O + 4NO2 + O2
[২] জারণ ধর্ম: নাইট্রিক অ্যাসিড তীব্র জারক । গাঢ় HNO3 সহজেই বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জায়মান অক্সিজেন উত্পন্ন করে । এই অক্সিজেন জারকের কাজ করে । 2HNO3 = H2O + 2NO2 + O এভাবে উত্পন্ন NO2 নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায় । এজন্য HNO3 -কে অনেকদিন রেখে দিলেওর রং হলুদ হয়ে যায় । 80°C উষ্ণতায় উত্তপ্ত করলে এবং শুষ্ক বায়ু বুদবুদ আকারে পাঠালে অ্যাসিডের হলুদ বর্ণ দূরীভূত হয় ।
☼ অধাতব মৌলের জারণ —
[i] জ্বলন্ত কার্বনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড জারিত করে কার্বন ডাই অক্সাইড উত্পন্ন করে । C + 4HNO3 = CO2 + 4NO2 + 2H2O
[ii] উত্তপ্ত এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড [HNO3] সালফারকে [S] -কে H2SO4 -এ জারিত করে । S + 6HNO3 = H2SO4 + 6NO2 + 2H2O
Explanation: