Science, asked by rahatdcb, 8 months ago

(৫) | সাইকাস, সুপারি গাছ, মস, কাঠাল গাছ, সরিষা
ছকে উল্লিখিত উদ্ভিদগুলাে কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখ।​

Answers

Answered by Jinnatun10
12

সাইকাস হলো নগ্নবীজী উদ্ভিদ।

বৈশিষ্ট্যগুলো নিম্ররূপ -

এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

যেমন - সাইকাস, পাইনাস।

সাইকাস

সুপারি গাছ হলো সপুষ্পক আবৃতবীজি উদ্ভিদ।

বৈশিষ্ট্যঃ

সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।

মস হলো অপুষ্পক উদ্ভিদ

বৈশিষ্ট্যঃ

উদ্ভিদের মধ্যে কিছুসংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গদেহী উদ্ভিদ। যথাঃ স্পাইরোগাইরা।

আবার কিছু উদ্ভিদের কাণ্ড ও পাতা রয়েছে। তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই। মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। এরা সবুজ ও স্বভোজী। এদের স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল ও গাছের বাকলে জন্মাতে দেখা যায়। এ ছাড়া পানিতে ভাসমান অবস্থায়ও এদের দেখা যায়। সাধারণত এরা পুরাতন ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসা ঠাসি ভাবে জন্মে। যেমন - মস

কাঁঠাল গাছ হলো সপুষ্পক আবৃতবীজি উদ্ভিদ।

বৈশিষ্ট্যঃ

সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।

সরিষা হলো সপুষ্পক আবৃতবীজি উদ্ভিদ।

বৈশিষ্ট্যঃ

সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।

Similar questions