অ্যাসাইনমেন্ট এর ডিজাইন কিভাবে করে প্রথম পাতা র??
Answers
Answer:
মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার জন্য এবং পাঠের মূল্যায়ন করার জন্য মাউশি কর্তৃক ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে; ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।
বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য শ্রেণি ভিত্তিক আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্টগুলো না ডাউনলোড করেই এখান থেকে দেখতে পাবে এবং চাইলে সবার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারবে।
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।
৮ম শ্রেণির প্রকাশিত ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) দেখে নাও-
শ্রেণি-অষ্টম বিষয়: বিজ্ঞান
এ্যাসাইনমেন্টের ক্রম : নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়ঃ প্রাণি জগতের শ্রেণি বিন্যাস
পাঠ -১: প্রাণি জগতের শ্রেণিবিন্যাস;
পাঠ ২-৫ : অমেরুদন্ডী প্রাণীর শ্রেণি বিন্যাস;
পাঠ ৬-৮: মেরুদন্ডী প্রাণীর শ্রেণি বিন্যাস;
পাঠ -৯ : শ্রেণি বিন্যাসের প্রয়ােজনীয়তা;
দ্বিতীয় অধ্যায়ঃ জীবের বৃদ্ধি ও বংশগতি
পাঠ -১: কোষ বিভাজনের প্রকারভেদ;
পাঠ -২: মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি;
পাঠ -৩: প্রাে-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলােফেজ;
পাঠ -৪: টেলােফেজ;
পাঠ ৫-৬ : মিয়ােসিস;
পাঠ ৭-৯ : বংশগতি নির্ধারণে ক্রোমােজোম, DNA RNA
তৃতীয় অধ্যায়ঃ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
পাঠ- ১-২: ব্যাপন;
পাঠ -৩: অভিস্রবণ;
পাঠ- ৪ : অভিস্রবণের গুরুত্ব;
পাঠ -৬ : প্রস্বেদন;
পাঠ -৭: প্রস্বেদনের গুরুত্ব;
পাঠ -৫ : উদ্ভিদের পানি ও খনিজ লবণ শােষণ পাঠ;
৮-১০: পানি ও খনিজ লবণের পরিবহন;
এ্যাসাইনমেন্ট/নির্ধারিতকাজ:
১। নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল, ছােট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে।
সেতার মায়ের কাছে জানল, কোষ বিভাজনের কারনে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়ােগ করলেন।
মেয়ে মাকে জিজ্ঞেস করল, “মা, তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌছাবে কী করে”। মা জানালেন “এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে”।
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভুমিকা রাখে। ব্যাখ্যা কর।
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
উত্তর দেখুন: কোষ বিভাজনের সংজ্ঞা, বিভাজন প্রক্রিয়া, ব্যাপন ও অভিস্রবন
মূল্যায়ন নির্দেশক:
ক. কোষ বিভাজনের সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারার দক্ষতা;
খ. মিয়ােসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারার দক্ষতা;
গ. মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিও কাইনেসিস ধাপের প্রথম ধাপ প্রােফেজ জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখবে তার সক্ষমতা যাচাই;
ঘ. উদ্ভিদের ব্যাপন, অভিস্রবণ, উদ্ভিদের পানি ও খণিজ লবণ শােষণ ইত্যাদির উপর ধারণা নিয়ে প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ ওযুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;
শ্রেণিঃ ৮ম, বিষয়ঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
এ্যাসাইন্টমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়
পাঠ-১ ও ২: তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব;
পাঠ-২: কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
পাঠ-৩: যােগাযােগ পাঠ-৪ ব্যবসায়ে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব;
পাঠ-৫: সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির প্রয়ােগ;
পাঠ-৬: চিকিৎসা;
পাঠ- ৭, গবেষণা;
Explanation:
PLEASE MARK ME AS BRAINLIST ANSWER