আল কোরআন সমস্ত জ্ঞানের ভান্ডার ব্যাখ্যা করো
Answers
Answered by
3
Answer:
আল কোরানকে সমস্ত জ্ঞানের ভান্ডার বলা হয় কারণ আল কোরানে আল্লাহ তায়ালা মানুষকে তার চলার পথ দেখিয়েছেন। আল কোরানে বিশ্বের বহু যাবতীয় তথ্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। পূর্বে কী হয়েছিল, বর্তমানে কী হচ্ছে এবং ভবিষ্যতে কী হবে তা এতে বলা হয়েছে। আমরা যদি আল কোরান নিয়ে গবেষণা করি তাহলে তাতে আমাদের জানা অজানা অনেক তথ্য উঠে আসে। আল কোরানে আল্লাহ বলেছেন কীভাবে চললে আমরা পরকালে শান্তি লাভ করব আর কী করলে শাস্তি লাভ করব। অনেক বিজ্ঞানীরাও আল কোরান পড়ে তাদের গবেষণা করেছেন। তাই আমরা বলতে পারি যে আল কোরান সমস্ত জ্ঞানের ভান্ডার।
উত্তরটি ভালো লাগলে, প্লিজ follow me.
Similar questions