History, asked by saifulasraf23, 6 months ago

আইসিটি ব্যবহারের ক্ষেএসমূহ কী কী?​

Answers

Answered by 5honey
2

আইসিটি কী ?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল প্রযুক্তিবিদ্যার এমন একটি শাখা যার মাধ্যমে বৈদ্যুতিক উপায়ে তথ্য সংযোগ, সংগ্রহ, গঠন, প্রচার, বিতরণ ও বদলানো যায়। আইসিটি-র এই বৃহৎ সংসারের মধ্যে যে সব বিষয় থাকে তা হল রেডিও, টেলিভিশন, ভিডিও, ডিভিডি, টেলিফোন (সাধারণ ও মোবাইল দু-ধরনের) বেতার ব্যবস্থা, কম্পিউটার-এর নেটওয়ার্ক, হার্ডওয়্যার ও সফটওয়্যার এবং এই প্রযুক্তির সঙ্গে যুক্ত আরও কাজ ও পদ্ধতি যেমন ভিডিও-কনফারেন্সিং, ই-মেল ও ব্লগস।

‘তথ্য যুগে’ শিক্ষার উদ্দেশ্য পূরণ করতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিক কাঠামোকে শিক্ষার সঙ্গে যুক্ত করা দরকার। এই কাজ সঠিক ভাবে করার জন্য শিক্ষার পরিকল্পনাকারীরা, অধ্যক্ষ, শিক্ষক এবং প্রযুক্তিবিদদের নানা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। যেমন, কারিগরি ক্ষেত্র, প্রশিক্ষণ ক্ষেত্র, আর্থিক ক্ষেত্র, শিক্ষণপ্রণালী ক্ষেত্র এবং পরিকাঠামোগত ক্ষেত্র। অনেকের কাছে এটা একটা জটিল কাজ, শুধুমাত্র একটা নতুন ভাষা শেখা নয়, কী ভাবে নতুন ভাষা শেখানো হবে সেটাও। এই বিভাগে সব ক’টি প্রযুক্তির দিকেই নজর দেওয়া হয়েছে --- ক্লাসে ছাত্ররা যে যন্ত্র নিয়ে কাজ করছে তা থেকে শুরু করে যোগাযোগ উপগ্রহ পর্যন্ত। এর উদ্দেশ্য হল যারা শেখাচ্ছেন, যারা নীতি নির্ধারণ করছেন, যারা পরিকল্পনা করছেন, যারা পাঠক্রম তৈরি করছেন এবং অন্যরা যারা প্রায়শই আইসিটি-র যন্ত্র, পদ্ধতি ও ব্যবস্থাপনার জটিল পথের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা যাতে সহজে এগিয়ে যেতে পারেন সে ব্যাপারে সাহায্য করা।

Similar questions