খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সেমি। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে। শাকসবজি, ফলমূল ও মাছ খেতে পছন্দ করে না।
প্রশ্নঃ উদ্দিপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার গুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ কর।
Answers
Answered by
7
Answer:
উদ্দিপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার গুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। যথা:-
১. রুটি, আলু শর্করা জাতীয় খাদ্য। এগুলো দেহে শক্তি উৎপাদনে সহায়তা করবে।
২. বাদাম স্নেহ জাতীয় খাদ্য। এগুলো দেহে তাপ ও শক্তি উৎপাদন করবে।
৩. ডিমের কুসুম, মাছ আমিষ জাতীয় খাদ্য। এগুলো দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করবে।
৪. শাকসবজি, ফলমুল ভিটামিন জাতীয় খাদ্য। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
সুতরাং, এ খাবার গুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Explanation:
I hope that will be helpful. Please mark me as a brainliest please.
Similar questions