Chemistry, asked by shafayetullah94, 5 months ago

তোমার চাচা করোনা মহামারীতে চাকুরি হারিয়েছে। তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে তোমার চাচার করণীয়।​

Answers

Answered by jui29
0

Answer:

করোনা মহামারীতে অনেক মানুষ তাদের চাকরি হারিয়েছে। ফলে বিশেষ করে মধ্য আয়ের নিচে যারা রয়েছে তাদের পরিবার নিয়ে পড়তে হয়েছে চরম আর্থিক সংকটে।আমার চাচাও এ পরিস্থিতির শিকার। এ অবস্থায় তাকে হতাশ না হয়ে নিজের আয়ত্তে রয়েছে এরকম কাজ শনাক্ত করতে হবে এবং সে অনুযায়ী সাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। এতে করে আর্থিক সংকট লাঘব করা সম্ভব হবে। নচেৎ তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরাও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন।

Explanation:

I hope that will be helpful. Please mark me as a brainliest.

Similar questions