Computer Science, asked by mdrafiqueuddin5681, 7 months ago

কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এর নাম লেখ​

Answers

Answered by Jsh79579
1

Answer:

which language u r using here

Answered by Poulomee12
9

Answer:

Explanation:

কম্পিউটার একটি প্রোগ্রাম নির্ভর যন্ত্র। ওয়ার্ড প্রসেসিং করার জন্য কম্পিউটারের প্রোগ্রামের প্রয়োজন হয়। বিভিন্ন বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্ড প্রসেসিং করার জন্য সফটওয়্যার তৈরি করেছে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম দেয়া হলো।

১. মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)

২. ওয়ার্ড পারফেক্ট (Word Parfect)

৩. ওয়ার্ড স্টার (Word Star)

৪. ল্যাটেক্স (Latext)

৫. পিএফএস রাইট (PFS Write)

৬. ডিসপ্লে রাইটার (Display Write)

৭. ডক্স রাইটার (Dox Write)

৮. ম্যাক রাইট (Mac Write)

৯. নোট প্যাড (Note Pad)

১০. ওয়ার্ড প্যাড (Word Pad)

উপরে উল্লিখিত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোর মধ্যে জনপ্রিয় হলো মাইক্রোসফট ওয়ার্ড এক্সপি। জনপ্রিয় মাইক্রোসফট কর্পোরেশনের প্যাকেজ সফটওয়্যার মাইক্রোসফট অফিস এক্সপি প্যাকেজের একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সপি।

Similar questions