এমন একটি পদার্থের নাম বল যার রোধ উসনতার পরিবর্তনে খুব সামান্য পরিবড়তিত হয়, আবার উসনতার বৃদ্ধিতে রোধ হ্রাস পায়।
Answers
• ম্যাঙ্গানিজ ( Mn) নামক সংকর ধাতুর রোধ উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিবর্তিত হয়। যেসকল পদার্থের রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক সেসকল পদার্থের রোধ হ্রাস পায়।
কার্বন, থার্মিস্টর ইত্যাদি।
____________________________________________________
→ থার্মিস্টরঃ -
সম্প্রতি অর্ধপরিবাহীর রোধ পরিবর্তন দ্বারা তাপমাত্রা পরিবর্তন পরিমাপের উপায় বের হয়েছে। যাকে বলা হয়
থার্মিস্টর। এর সাহায্যে খুব অল্প তাপমাত্রা ( ০.০০৫°C) তাপমাত্রা পরিমাপ করা যায়।
→ সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহির রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহীর রোধ হগাস পায়। আবার অতি নিম্ন তাপমাত্রায় কিছু পরিবাহীর রোধ শূন্যে নেমে আসে।
• Do you want to know → what is resistance ?
→ রোধ:-
যে ধর্মের জন্য পরিবাহী এর মধ্য বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করে তাকে এই পরিবাহীর রোধ বলা হয়।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
Answer:
• ম্যাঙ্গানিজ ( Mn) নামক সংকর ধাতুর রোধ উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিবর্তিত হয়। যেসকল পদার্থের রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক সেসকল পদার্থের রোধ হ্রাস পায়।
Example:−
কার্বন, থার্মিস্টর ইত্যাদি।
___________________________________________________
→ থার্মিস্টরঃ -
সম্প্রতি অর্ধপরিবাহীর রোধ পরিবর্তন দ্বারা তাপমাত্রা পরিবর্তন পরিমাপের উপায় বের হয়েছে। যাকে বলা হয়
থার্মিস্টর। এর সাহায্যে খুব অল্প তাপমাত্রা ( ০.০০৫°C) তাপমাত্রা পরিমাপ করা যায়।
→ সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহির রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহীর রোধ হগাস পায়। আবার অতি নিম্ন তাপমাত্রায় কিছু পরিবাহীর রোধ শূন্যে নেমে আসে।
• Do you want to know → what is resistance ?
→ রোধ:-
যে ধর্মের জন্য পরিবাহী এর মধ্য বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করে তাকে এই পরিবাহীর রোধ বলা হয়।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
SoDone!!࿐
hope it's help you
mark as brainlist