Science, asked by AminulIslam5771, 6 months ago

এমন একটি পদার্থের নাম বল যার রোধ উসনতার পরিবর্তনে খুব সামান্য পরিবড়তিত হয়, আবার উসনতার বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। ​

Answers

Answered by Anonymous
12

\underline{ \large \purple{{\huge \bf{\dag\:A \tt{nswer࿐}}}}}

ম্যাঙ্গানিজ ( Mn) নামক সংকর ধাতুর রোধ উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিবর্তিত হয়। যেসকল পদার্থের রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক সেসকল পদার্থের রোধ হ্রাস পায়।

\sf\purple{Example  :-}

কার্বন, থার্মিস্টর ইত্যাদি।

____________________________________________________

 \\

 \underline{ \large \purple{ \mathscr{\dag\:N \bf{eed }  \: to   \: \mathscr {K} \bf{now} ....}}}

থার্মিস্টরঃ -

সম্প্রতি অর্ধপরিবাহীর রোধ পরিবর্তন দ্বারা তাপমাত্রা পরিবর্তন পরিমাপের উপায় বের হয়েছে। যাকে বলা হয়

থার্মিস্টর। এর সাহায্যে খুব অল্প তাপমাত্রা ( ০.০০৫°C) তাপমাত্রা পরিমাপ করা যায়।

→ সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহির রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহীর রোধ হগাস পায়। আবার অতি নিম্ন তাপমাত্রায় কিছু পরিবাহীর রোধ শূন্যে নেমে আসে।

• Do you want to know → what is resistance ?

→ রোধ:-

যে ধর্মের জন্য পরিবাহী এর মধ্য বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করে তাকে এই পরিবাহীর রোধ বলা হয়।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

 \bf\large{\purple{\: So  \: Done!!࿐}}

Answered by Anonymous
1

Answer:

• ম্যাঙ্গানিজ ( Mn) নামক সংকর ধাতুর রোধ উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিবর্তিত হয়। যেসকল পদার্থের রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক সেসকল পদার্থের রোধ হ্রাস পায়।

Example:−

কার্বন, থার্মিস্টর ইত্যাদি।

___________________________________________________

→ থার্মিস্টরঃ -

সম্প্রতি অর্ধপরিবাহীর রোধ পরিবর্তন দ্বারা তাপমাত্রা পরিবর্তন পরিমাপের উপায় বের হয়েছে। যাকে বলা হয়

থার্মিস্টর। এর সাহায্যে খুব অল্প তাপমাত্রা ( ০.০০৫°C) তাপমাত্রা পরিমাপ করা যায়।

→ সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহির রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহীর রোধ হগাস পায়। আবার অতি নিম্ন তাপমাত্রায় কিছু পরিবাহীর রোধ শূন্যে নেমে আসে।

• Do you want to know → what is resistance ?

→ রোধ:-

যে ধর্মের জন্য পরিবাহী এর মধ্য বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করে তাকে এই পরিবাহীর রোধ বলা হয়।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

SoDone!!࿐

hope it's help you

mark as brainlist

Similar questions