তোমার এলাকায় সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি কর।তালিকায় যেকোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পার তা বর্ননা কর?
Answers
Answer:
সমষ্টিগত সম্পদ বলতে ঐ সকল সম্পদকে বোঝায় যার উপর সমাজ বা রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং সকলেই সেগুলো সমানভাবে ব্যবহার করার সুযোগ পায়।রাস্তাঘাট কিংবা রেলপথ সমষ্টিগত সম্পদের উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।
আমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি কা হলোঃ
১।রাস্তাঘাট
২।হাসপাতাল
৩।পাবলিক টয়লেট
৪।বিদ্যালয়
৫।অফিস -আদালত
৬।বাঁধ ইত্যাদি সমষ্টিগত সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত।
এগুলো ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন ঃবনাঞ্চল,খাল-বিল,নদী-নালা,ইত্যাদি সমষ্টিগত সম্পদের অন্তর্গত।অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো মালিকানাধীন হয়, কিন্তু এগুলোও সমষ্টিগত সম্পদ।যেহেতু সমষ্টিগত সম্পদ সকলেই ব্যবহারের সুযোগ পায়,সেহেতু অংশীজন হিসেবে সকলেরই এগুলোর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রয়েছে।উপরোক্ত তালিকার একটি সমষ্টিগত সম্পদ হচ্ছে রাস্তাঘাট।
রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমি যে ধরনের ভূমিকা পালন করতে পারি তা তুলে ধরা হলোঃ
১।রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে আমার এলাকার স্থানীয় লোকজনদের সচেতন ও উদ্বুুদ্ধ করতে পারি।
২।রাস্তার ভাঙ্গন রোধ করার জন্য রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করতে পারি।
৩।ভারী মালবাহী ও যাত্রীবাহী যানবাহন যেন এলাকার রাস্তার কোনোো ক্ষতি না করতে পারে সেদিকে দৃষ্টি রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করতে পারি।
৪।রাস্তার ছোট ছোট গর্ত বা ভাঙ্গা অংশ মেরামত করে রাস্তার সৌন্দর্যবর্ধন করতে পারি।
৫।রাস্তা তৈরি করার সময় বা সংস্কার করার সময় রাস্তার কাজে কোনো ব্যাঘাত যেন না ঘটে তার ব্যবস্থা করতে পারি।
৬।কেউ যেন রাস্তাা দখল করে কোনো ধরনের কাজ করে যা রাস্তার জন্য ক্ষতিকর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।
৭।রাস্তা তৈরি বা মেরামতের কাজ ঠিকভাবে হচ্ছে কি না সেদিকে লক্ষ রাখতে পারি,কোনোরকম দুর্নীতি হলে তা সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে পারি।ইত্যাদি।