Science, asked by ariyanakash2002, 6 months ago

ক, এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?​

Answers

Answered by ai7475100
5

Answer:

এমিবিক আমাশয় এন্টামিবা এর জন্য হয়

hope it helps u follow me

Answered by pulakmath007
20

 \sf{ \underline{SOLUTION}}:

প্রশ্ন :-

এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?

উত্তর :-

অ্যামেবিক আমাশয় হল জীবাণুঘটিত সংক্রমণ রোগ যা এন্টামিবা হিস্টোলিটিকা (Entamoeba Histolytica ) প্রটোজোয়ান নামক জীব থেকে হয়।

অ্যান্টামিবা বৃহদন্ত্রে বাস করে এবং সেখানকার প্রাচীর গাত্র থেকে পুষ্টি সংগ্রহ করে। এতে সেখানে ক্ষতের সৃষ্টি হয় এবং এর ফলে মলের সঙ্গে প্রচুর মিউকাস ও রক্ত বের হয়।

━━━━━━━━━━━━━━━━

আরো জানুন :-

1. দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।

https://brainly.in/question/28565382

2. কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা কর

https://brainly.in/question/28021506

Similar questions