Math, asked by moklasur560gmilco, 5 months ago

খােকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলােয়াড়। তার ওজন ৬৮ ০
এবং উচ্চতা ১৭০ সেমি। সেরুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ ।
শাকসবজি, ফলমুল ও মাছ, মাংস খেতে পছন্দ করে না।
ক. স্ফুটনাংক কাকে বলে?
খ. কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর।
গ. খােকনের বি এম আই নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার গুলাে খােকনের শারীরিক দক্ষ
অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ কর।​

Answers

Answered by Stoneheartgirl
3

Step-by-step explanation:

ক. স্ফুটনাংক কাকে বলে ?

উত্তর: বায়ুমন্ডলীয় চাপে কোনো তরল পদার্থ, যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, সে তাপমাত্রাই হলো ঐ তরল পদার্থের স্ফুটনাংক।

খ. কৈ মাসের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো।

উত্তর: আমরা যেমন বাতাস ও অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না ।তেমনি আমাদের সুপরিচিত জলজ প্রাণী কৈ মাছ ও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কৈ মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আর ফুলকা এমনভাবে তৈরী যে, এটি শুধু পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে । তাই বলা যায়, কৈ মাছ বেঁচে থাকার জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন।

গ. খোকনের বি এম আই নির্ণয় কর।

উওর: BMI এর সূত্র হলো : দেহের ওজন (কেজি) / দেহের উচ্চতা (মিটার)^২ উদ্দীপকে আলোকে, খোকনের ওজন = ৬৮ কেজি এবং খোকনের উচ্চতা = ১৭০ সেমি = ১.৭ মিটার .°. খোকনের BMI = ৬৮ / (১৭)^২ = ৬৮/২.৮৯ = ২৩.৫২৯

Similar questions