ভাইরাস উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা
কর।
Answers
Answer:
মাধ্যমিক স্তরের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা নিয়ে আলোচনা করা হয়েছে। এই পাঠে শিক্ষার্থীদের নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা নিয়ে সম্মক ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে ৭ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন ও ২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো।
Answer:
ভাইরাস অকোষীয় পরজীবী। ভাইরাস অনুজীব কি উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম জীব। ভাইরাস এর দেহের কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই।তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমি যাব নিউক্লিক এসিড নিয়ে গঠিত।এদের আমি আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে।তবে অন্য জীবদেহে যে মাত্র আমি সাবর্ণ নিউক্লিক অ্যাসিড কে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় ভাইরাস অকোষীয় হলেও এরা উদ্ভিদের দেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।
Explanation:
তুমি যদি আমার উত্তর পছন্দ করে থাক তাহলে আবশ্যয় আমাকে Brainliest করবে।