Science, asked by rifat86, 6 months ago

অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি ​

Answers

Answered by Anonymous
2

Answer:

যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না সেগুলিকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদ স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে তাদের প্রজনন কাজ সম্পন্ন করে। এদের সমাঙ্গ দেহী। অপুষ্পক উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। সাধারণত ফার্ন এবং শ্যাওলা জাতীয় উদ্ভিদগুলিকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ।

Answered by shamimashimul9
2

Answer:

অপুষ্পক উদ্ভিদ : যে সকল উদ্ভিদের ফুল ও ফল কিছুই হয় না, তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে।

যেমন: মস, ফার্ণ ইত্যাদি।

অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যসমুহ :

১. অপুষ্পক উদ্ভিদ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে না।

২. এদের ফুল, ফল ও বীজ হয় না।

৩. এদের কাণ্ডে কোনো শাখা প্রশাখা সৃষ্টি হয় না।

৪. নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না।

৫. আকারে ছোট ও নরম হয়।

Explanation:

তোমার যদি আমার উত্তর পছন্দ হয়ে থাকে তাহলে আবশ্যয় আমাকে Brainlist করবে।

Similar questions