Geography, asked by yamatehtitaime, 5 months ago

সৌরজগতের চিত্রসহ বর্ণনা ​

Answers

Answered by DoietaHossain
0

Answer:

সৌরজগৎ

সৌরজগৎA representative image of the Solar System with sizes, but not distances, to scale

সূর্য ও গ্রহসমূহ

(দূরত্ব স্কেল অনুযায়ী নয়)

বয়স ৪.৫৬৮ লক্ষ কোটি বছর

অবস্থান

   স্থানীয় আন্তঃনাক্ষত্রিক মেঘ, স্থানীয় বুদবুদ,

   কালপুরুষ-হংস বাহু, আকাশগঙ্গা ছায়াপথ

ব্যবস্থার ভর ১.০০১৪ সৌর ভর

নিকটবর্তী তারা

   প্রক্সিমা সেন্টরাই  (৪.২৫ আলোকবর্ষ)

   আলফা সেন্টরাই (৪.৩৭ আলোকবর্ষ)

নিকটবর্তী জ্ঞাত গ্রহ ব্যবস্থা প্রক্সিমা সেন্টরাই জগৎ  (৪.২৫ আলোকবর্ষ)

গ্রহ ব্যবস্থা

Semi-major axis of outer known planet (নেপচুন) ৩০.১০ জ্যো. এ.  (৪.৫০৩ লক্ষ কোটি কিলোমিটার)

কাইপার বেষ্টনী থেকে দূরত্ব ৫০ জ্যো. এ.

মহাজাগতিক বস্তুসমূহের পরিসংখ্যান

তারা ১  (সূর্য)

জ্ঞাত গ্রহ

   8 (বুধশুক্রপৃথিবীমঙ্গল

   বৃহস্পতিশনিইউরেনাসনেপচুন)

জ্ঞাত বামন গ্রহ

তিনটি সর্বজনীনভাবে স্বীকৃত

   (সেরেসপ্লুটোএরিস)

আইএইউ কর্তৃক নামকরণকৃত দু’টি প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে

   (হাইমেয়ামাকেমাকে)

জ্ঞাত প্রাকৃতিক উপগ্রহ

৫৭৫

   (১৮৫টি গ্রহীয়[১]৩৯০টি গৌণ গ্রহীয়[২])

জ্ঞাত গৌণ গ্রহ ৭৯৬,৩৫৪  (২৭ অগস্ট, ২০১৯-এর হিসাব অনুযায়ী)[৩]

জ্ঞাত ধূমকেতু ৪,১৪৩  (২৭ অগস্ট, ২০১৯-এর হিসাব অনুযায়ী)[৩]

চিহ্নিত গোলাকার উপগ্রহ ১৯ (৫টি অথবা ৬টি সম্ভবত উদ্‌স্থিতি সাম্যাবস্থা সহ)

Orbit about Galactic Center

Invariable-to-galactic plane inclination ৬০.১৯°  (ক্রান্তিবৃত্ত)

Distance to Galactic Center ২৭,০০০ ± ১,০০০ আলোকবর্ষ

Orbital speed ২২০ কিলোমিটার/সেকেন্ড

Orbital period ২২৫–২৫০ মিলিয়ন বছর

নক্ষত্র-সংক্রান্ত তথ্য

Spectral type জি২ভি

Frost line ≈৫ জ্যো. এ.[৪]

Distance to heliopause ≈১২০ জ্যো. এ.

Hill sphere radius ≈১–৩ আলোকবর্ষ

সৌরজগৎSolar sys8.jpg

মহাজাগতিক বস্তু

   কক্ষপথ অনুযায়ী আকার অনুযায়ী আবিষ্কারের তারিখ অনুযায়ী মডেল

তালিকা

   মহাকর্ষীয়ভাবে-গোলাকৃতি

   (সুস্থিত) বস্তু

   সম্ভাব্য বামন গ্রহ

   প্রাকৃতিক উপগ্রহ

   গ্রহীয়-ভরযুক্ত প্রাকৃতিক উপগ্রহ

   গৌণ গ্রহ

   ধূমকেতু গ্রহাণু

গ্রহ

   বুধ

   শুক্র

   পৃথিবী

   মঙ্গল

   বৃহস্পতি

   শনি

   ইউরেনাস

   নেপচুন

প্রবেশদ্বার আইকন সৌরজগৎ প্রবেশদ্বার

প্রবেশদ্বার আইকন তারা প্রবেশদ্বার

   দেস

সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে[ক] সূর্য-প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে আটটি গ্রহই বৃহত্তম।[খ] অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ। পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে দু’টি প্রাকৃতিক উপগ্রহ ক্ষুদ্রতম গ্রহ বুধের থেকেও আকারে বড়ো।[গ]

৪.৬ লক্ষ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি। চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল শিলাময় গ্রহ। এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত। চারটি বহিঃস্থ গ্রহ হল দানব গ্রহ। কারণ, বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক বেশি ভরযুক্ত। এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দু’টি হল বৃহস্পতি ও শনি। মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত। অপর দুই সর্ববহিঃস্থ গ্রহ ইউরেনাস ও নেপচুন তুষার দৈত্য নামে পরিচিত। কারণ এগুলির প্রধান উপাদান হল জল, অ্যামোনিয়া ও মিথেনের মতো উদ্বায়ী, যেগুলি হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্ক-যুক্ত। আটটি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে পরিচিত একটি প্রায় চ্যাপ্টা চাকতির ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।

অসংখ্য ক্ষুদ্রতর বস্তুও সৌরজগতের অন্তর্গত।[ঘ] মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চরণশীল গ্রহাণু বেষ্টনীর অন্তর্গত বস্তুগুলির উপাদান শিলাময় গ্রহগুলির মতোই শিলা ও ধাতু। নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কাইপার বেষ্টনী ও বিক্ষিপ্ত চাকতি অঞ্চলে রয়েছে নেপচুন-উত্তর বস্তুগুলি। এই বস্তুগুলি মূলত বরফে গঠিত এবং এগুলিরও বাইরে সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে সেডনয়েডের সমারোহ। এই সকল বস্তুর মধ্যে কয়েকটির আকার এতটাই বড়ো যে সেগুলির অভিকর্ষজ টান সেগুলিকে গোলকের আকার দানের পক্ষে যথেষ্ট। তবে এই জাতীয় সঠিক কতগুলি বস্তু ওই অঞ্চলে রয়েছে তা এখনও প্রমাণিত নয় বলে সেই বিষয়ে কিছু বিতর্ক রয়েছে।[৯][১০] এই ধরনের বস্তুগুলিকে বামন গ্রহের শ্রেণিভুক্ত করা হয়। চিহ্নিত অথবা স্বীকৃত বামন গ্রহগুলির অন্যতম হল সেরেস এবং নেপচুন-উত্তর বস্তু প্লুটো ও এরিস।[ঘ] এই দুই অঞ্চল ছাড়াও অন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার বস্তু, যেমন ধূমকেতু, সেন্টোর ও আন্তঃগ্রহ ধূলি মেঘ সৌরজগতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুক্তভাবে সঞ্চরণশীল। ছয়টি গ্রহ, ছয়টি বৃহত্তম সম্ভাব্য বামন গ্রহ এবং অনেক ক্ষুদ্রাকার বস্তুকে প্রদক্ষিণকারী প্রাকৃতিক উপগ্রহেরও অস্তিত্ব আছে।[ঙ] পৃথিবীর চাঁদের নামানুসারে এগুলিকে সাধারণভাবে "চাঁদ" বলে উল্লেখ করা হয়। প্রত্যেকটি বহিঃস্থ গ্রহকেই ঘিরে রয়েছে ধূলা ও অন্যান্য ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত একটি করে গ্রহীয় বলয়।

সূর্য থেকে বাইরের দিকে প্রবহমান বৈদ্যুতিক আধান-যুক্ত কণার একটি স্রোত সৌর বায়ু নামে পরিচিত। এটি সৌরগোলক নামে পরিচিত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে একটি বুদবুদ-তুল্য অঞ্চল সৃষ্টি করেছে। সৌরবিরতি হল সেই বিন্দু যেখানে সৌর বায়ুর চাপ আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের বিপরীত চাপের সমান; এটি বিক্ষিপ্ত চাকতির সীমা পর্যন্ত বিস্তৃত। দীর্ঘকালীন ধূমকেতুগুলির উৎসস্থল হিসাবে বিবেচিত উর্ট মেঘ সম্ভবত সৌরবিরতির থেকে মোটামুটি এক হাজার গুণ দূরত্বে অবস্থিত।

Explanation:

Similar questions