History, asked by mdshameem01988, 4 months ago

কপটতার নির্দেশ গুলো কি কি?

Answers

Answered by Braɪnlyємρєяσя
6

Explanation:

কপটতার নিদর্শনগুলো কী কী?

কপটতার অর্থ হল ভন্ডামী বা মুখে ও মনে বিপরীত আচরণ। এই বিষয়ে বাঙালীদের বিশেষ দক্ষতা ও নৈপুণ্য আছে।যেমন -

১) ধার্মিক হিসাবে সমাজে গণ্য হতে চাওয়া,কিন্তু ব্যাক্তিগত জীবনে ধর্মাচরণ প্রায় না করা।

২) কমিউনিস্ট হিসাবে নিজেকে দাবী করা কিন্তু পরিবারে সকল ধর্মাচরণ চলতে দেওয়া এবং "ওসবে আমার বিশ্বাস নেই,কিন্তু স্ত্রীকে বাধা দেই না" বলা।

৩) নিজের বৃদ্ধ বাবা ও মাকে অবহেলা করে তথাকথিত গুরুদেবের সেবা করা ও মাসোহারা পাঠানো।

৪) যেকোনো জায়গায় লাইনে দাঁড়িয়ে অন্যদের জ্ঞান বিতরণ করে নিজে সুযোগবুঝে আগে সুবিধা নেওয়া।

৫) নারী-পুরুষ সমান এটা অন্যের স্ত্রীর ক্ষেত্রে মনে রাখলেও নিজের স্ত্রীর(মা,বোন ও মেয়ের) বেলায় ভুলে যাওয়া।

৬)

কপটতার নিদর্শনগুলো কী কী?

কপটতার নিদর্শনগুলো কী কী?

খাবার লবণের রাসায়নিক উপাদান গুলো কী কী?

তিন তালাক কি বাংলাদেশে প্রচলিত?

বাংলাদেশে গাঁজা বৈধ নয় কেন?

উত্তরঃকপটতার আরবি প্রতিশব্দ নিফাক।যার আরও অনেক অর্থ রয়েছে যেমনঃ ভণ্ডামি,দ্বিমুখী নীতি, প্রতারণা ইত্যাদি।ইসলামি পরিভাষায় মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক অর্থাৎ কপটতা বলে।আর যে ব্যক্তি এরূপ করে থাকে তাকে বলে মুনাফিক।তারা কাফির ও মুসলিম এই দুই দলের সঙ্গেই থাকে।তাদের অবস্থা সম্পর্কে আল কুরআনের অধ্যায় নম্বর ২ সূরা আল বাকারা আয়াত নম্বর ১৪ আল্লাহ বলেন,"যখন তারা (মুনাফিকর) ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা গোপনে শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি,আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি"

যাতে দ্বিমুখি নীতি প্রকাশ পেয়েছে।আর হাদিসে কপটতাকারী অর্থাৎ মুনাফিকের নিদর্শন মূলত তিনটি কাজের কথা বলা হয়েছ। সেখানে বলা হয়েছ, "মুনাফিকের নিদর্শন তিনটি।যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হলে তার খিয়ানত করে" (সহিহ বুখারীর হাদিস নম্বর ২৬৮২)

যেহেতু সহিহ হাদিসে মিনাফিকের নিদর্শন তিনটির কথা বলা হয়েছে তাই বলা যায়, কপটতার নিদর্শন তিনটি।

আপনি মনে হয় অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্ট করছেন।আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আশা করি উত্তরটা দিতে পেরেছি।

Answered by spandanpattanaik2007
0

Answer:

Explanation:

কপটতার নিদর্শনগুলো কী কী?

কপটতার অর্থ হল ভন্ডামী বা মুখে ও মনে বিপরীত আচরণ। এই বিষয়ে বাঙালীদের বিশেষ দক্ষতা ও নৈপুণ্য আছে।যেমন -

১) ধার্মিক হিসাবে সমাজে গণ্য হতে চাওয়া,কিন্তু ব্যাক্তিগত জীবনে ধর্মাচরণ প্রায় না করা।

২) কমিউনিস্ট হিসাবে নিজেকে দাবী করা কিন্তু পরিবারে সকল ধর্মাচরণ চলতে দেওয়া এবং "ওসবে আমার বিশ্বাস নেই,কিন্তু স্ত্রীকে বাধা দেই না" বলা।

৩) নিজের বৃদ্ধ বাবা ও মাকে অবহেলা করে তথাকথিত গুরুদেবের সেবা করা ও মাসোহারা পাঠানো।

৪) যেকোনো জায়গায় লাইনে দাঁড়িয়ে অন্যদের জ্ঞান বিতরণ করে নিজে সুযোগবুঝে আগে সুবিধা নেওয়া।

৫) নারী-পুরুষ সমান এটা অন্যের স্ত্রীর ক্ষেত্রে মনে রাখলেও নিজের স্ত্রীর(মা,বোন ও মেয়ের) বেলায় ভুলে যাওয়া।

৬)

কপটতার নিদর্শনগুলো কী কী?

কপটতার নিদর্শনগুলো কী কী?

খাবার লবণের রাসায়নিক উপাদান গুলো কী কী?

তিন তালাক কি বাংলাদেশে প্রচলিত?

বাংলাদেশে গাঁজা বৈধ নয় কেন?

উত্তরঃকপটতার আরবি প্রতিশব্দ নিফাক।যার আরও অনেক অর্থ রয়েছে যেমনঃ ভণ্ডামি,দ্বিমুখী নীতি, প্রতারণা ইত্যাদি।ইসলামি পরিভাষায় মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক অর্থাৎ কপটতা বলে।আর যে ব্যক্তি এরূপ করে থাকে তাকে বলে মুনাফিক।তারা কাফির ও মুসলিম এই দুই দলের সঙ্গেই থাকে।তাদের অবস্থা সম্পর্কে আল কুরআনের অধ্যায় নম্বর ২ সূরা আল বাকারা আয়াত নম্বর ১৪ আল্লাহ বলেন,"যখন তারা (মুনাফিকর) ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা গোপনে শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি,আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি"

যাতে দ্বিমুখি নীতি প্রকাশ পেয়েছে।আর হাদিসে কপটতাকারী অর্থাৎ মুনাফিকের নিদর্শন মূলত তিনটি কাজের কথা বলা হয়েছ। সেখানে বলা হয়েছ, "মুনাফিকের নিদর্শন তিনটি।যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হলে তার খিয়ানত করে" (সহিহ বুখারীর হাদিস নম্বর ২৬৮২)

যেহেতু সহিহ হাদিসে মিনাফিকের নিদর্শন তিনটির কথা বলা হয়েছে তাই বলা যায়, কপটতার নিদর্শন তিনটি।

আপনি মনে হয় অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্ট করছেন।আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আশা করি উত্তরটা দিতে পেরেছি।

Explanation:

pls mark as brainliest

Similar questions