Hindi, asked by zarinibnat, 6 months ago

গৃহ কি? গ্রিহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে?

Answers

Answered by emon75
20

Explanation:

গ্রহ বলতে মহাবিশ্বের এমন যেকোনো বস্তুকে বোঝানো হয় যা মহাকর্ষের প্রভাবে গোলাকার ধারণ করে। গ্রহ না থাকলে তেমন অসুবিধা হওয়ার কথা না। তবে উপগ্রহ যেমন চাঁদ জোয়ার ভাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

Answered by Anonymous
109

আমাদের বসবাস করার জন্য আমরা যে বাসস্থান নির্মাণ করে থাকি তাকেই গৃহ বলা হয়।

গৃহ না থাকা মস্যাগুলি হল নিম্নরূপ :

  • গৃহ না থাকলে আমাদের বসবাস করার জন্য কোন জায়গা থাকবে না।
  • বসবাস করার কোনো জায়গা না থাকলে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে বিপদে পড়বো।
  • আধুনিক মনুষ্যসমাজে গৃহ না থাকলে সমাজে কোন সম্মান অর্জন করা যায় না এবং গৃহ না থাকলে সমগ্র জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
  • আমাদের গৃহ না থাকলে আমরা কোন জায়গায় আমাদের ঠিকানা বলতে পারব না এবং পরিচিতির জন্য ঠিকানা অত্যন্ত জরুরী জিনিস।
Similar questions