Geography, asked by riyadsourov1234, 3 months ago

১।
ক) জি. এম. ফসল বলতে কি বুঝ?
খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?
খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক-
ব্যাখ্যা কর।​

Answers

Answered by omghuge28
14

Answer:

1.

A) G. M. What do you mean by crop?

B) Compare the agriculture of Bangladesh and Vietnam.

A) Write the conditions for implementation of greenhouse strategy?

B) It is convenient to use cocoon urea instead of granular urea-

Explain.

Answered by payalchatterje
0

Answer:

জি. এম. ফসল-

জেনেটিক্যালি মডিফায়েড হল উদ্ভিদের জিনকে মডিফাই বা পুনঃবিন্যাস করে ঐ উদ্ভিদের ফলন বাড়ানো। আর এভাবে উৎপাদিত ফসলকে জি. এম. ফসল বলা হয়।

বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা-

বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশই কৃষি উন্নয়ন ও গবেষণায় ভাল অবস্থান দখল করে আছে। ১. ২৫ বছর আগে ভিয়েতনামের কৃষি চিত্র ছিল অনেকটাই না বলার মত কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারনে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায়|

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি-

ফসলের জীব যাতে গুনাগুন পরিবর্তন না করেই গ্রীনহাউজ কৌশলে যে কোন ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়।

এই কৌশল বাস্তবায়নের শর্তগুলো হলো-

১. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা;

২. প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা;

৩. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত|

এ পদ্ধতিতে যে কোন ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি।

বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতি ফসল সম্পন্ন রোগ মুক্ত ও স্বাস্থ্যসম্মত হয়।

দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক-গুটি ইউরিয়া ব্যবহারের খরচ কম হয় এবং সারের অপচয় কম হয় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারের খরচ এবং অপচয় দুটোই বেশি হয়। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে গাছের নাইট্রোজেন সরবরাহ ধীরে ধীরে হওয়ার ফলে ফলন ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারের ফলে ফলন একটু কম হয়।

Similar questions