History, asked by rifathossen7576, 6 months ago

একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে ঐযে​

Answers

Answered by mofizulislamserviceh
7

Answer:

আমাদের সভ্যতার শুরুতে মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। কৃষি কাজের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে সমাজ ও সভ্যতা গঠন করেছে। কৃষিই হলো আমাদের সমাজ ও দেশের প্রাণ। আমাদের দেশের মোট ৮০ শতাংশ মানুষ কৃষি কাজ করে নিজের চাহিদা মেটায় ও দেশের মানুষের জন্য খাদ্য জোগায়। তাদের দিন-রাত ভর অফুরন্ত প্রচেষ্টায় সভ্যতা সূচিত হয়েছে। তাই একটি সমাজ গঠনে কৃষি অনেক

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Answered by SparshaM
2

একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করো

  • নব্য প্রস্তর যুগে কৃষি আবিষ্কারের ফলে মানব সমাজে বিরাট এক বিপ্লব ঘটে যায়।
  • (১) কৃষি পদ্ধতি আবিষ্কৃত হওয়ার ফলে আদিম মানুষের খাদ্যের অনিশ্চয়তা অনেকটা দূর হয়।
  • (২) জনসংখ্যা বৃদ্ধি: কৃষি পদ্ধতি আবিষ্কৃত হওয়ার ফলে মানুষ অনাহার ও বন্যপশুর আক্রমণ থেকে অনেকটা রেহাই পায়। ফলে মৃত্যুর হার কমে গিয়ে আদিম সমাজে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
  • (৩) যাযাবর জীবন ত্যাগ: কৃষি আবিষ্কারের ফলে মানুষ ধীরে ধীরে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং সমাজবদ্ধ হয়। তারা গাছের ডালপালা, বিভিন্ন লতাপাতা প্রভৃতি দিয়ে কুটির তৈরি করে বসবাস শুরু করে। কৃষিক্ষেত্রের নিকটবর্তী স্থলভূমিতে, এমনকি ছোটোবড়ো জলাশয়, হ্রদ ইত্যাদিতে খুঁটি পুঁতে বসতি গড়ে তোলে। সুইজারল্যান্ডের প্রাচীন অধিবাসীদের হ্রদে বসবাসের প্রমাণ আবিষ্কৃত হয়েছে।
  • (৪) উদবৃত্ত শস্য সংরক্ষণ: নারীদের সঙ্গে ক্রমে পুরুষরাও কৃষিকাজে যুক্ত হলে উৎপাদন আরও বৃদ্ধি পায়। উদবৃত্ত শস্য সংরক্ষণের জন্য শস্যগুদামের ব্যবহার শুরু হয়।
  • (৫) নব্য প্রস্তর যুগে কৃষির বিকাশের পরোক্ষ প্রভাবে বিভিন্ন কুটিরশিল্পের প্রসার ঘটে। এসব শিল্পের মধ্যে অন্যতম ছিল মৃৎশিল্প, ঝুড়ি তৈরি শিল্প, দারুশিল্প, বয়নশিল্প ইত্যাদি।
  • (৬) নদীর দুই পাড়ের উর্বর কৃষিজমি নদীমাতৃক সভ্যতা গড়ার অন্যতম একটি কারণ। যেমন সিন্ধুনদের তীরে হরপ্পা সভ্যতা উল্খেযোগ্য।
  • (৭) যদিও মানুষ সর্বপ্রথম 'যব' চাষে অভ্যস্ত হয়েছিল বলে মনে করা হয়। আবিসিনিয়া ও সিন্ধুর অববাহিকা অঞ্চলে যথেষ্ট 'যব', উৎপাদন হত বলে জানা যায়। এ ছাড়া 'গম' প্রথমদিকের উৎপাদিত অন্য শস্যের মধ্যে গম ছিল প্রধান। মেসোপটেমিয়া ও উত্তর আফ্রিকার আদিম মানুষ এই জাতীয় শস্যের চাষ করত। পরবর্তীকালে ধান ও অন্যান্য শস্য উৎপাদন শুরু হয়। ভারতে আজ থেকে প্রায় ৫০০০ বছর পূর্বে সর্বপ্রথম 'ধান' চাষ শুরু হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়া ইংল্যান্ড ও সোভিয়েত রাশিয়ায় 'জোয়ার' চাষের প্রমাণ পাওয়া গেছে।
Similar questions