বনায়ন কাকে বলে?বনায়ন কাকে বল?
Answers
Answered by
0
Answer:
বনায়ন হল এমন একটি অঞ্চলে একটি বন বা গাছের স্ট্যান্ড স্থাপন করা যেখানে আগে কোন গাছের আচ্ছাদন ছিল না।
Explanation:
অনেক সরকারী ও বেসরকারী সংস্থা বন সৃষ্টি এবং কার্বন ক্যাপচার বাড়ানোর জন্য বনায়ন কর্মসূচিতে সরাসরি জড়িত।
বনায়ন বন পুনরুদ্ধার করতে পারে এবং আবার মাটির ক্ষয় ও বন্যা থেকে রক্ষা করতে সাহায্য করে। ভুলভাবে করা হয়েছে, যদিও, বনায়ন একটি বায়োম পরিবর্তন করতে পারে, যা জীববৈচিত্র্যকে হ্রাস করতে পারে।
Answered by
1
বনায়ন
বৈজ্ঞানিক উপায়ে বা কৃত্রিম উপায়ে বন তৈরি বা এক সারি গাছ লাগানো যেখানে পূর্বে কখনো গাছ ছিল না তাকে বনায়ন বলে অর্থাৎ এক কথায় বললে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনে গাছ লাগানো ,পরিচর্যা ও সংরক্ষণকে বনায়ন বলে।
আরও তথ্য :
- যেকোন দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট যা আয়তন, সেই আয়তনের শতকরা 25 ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। যখন কোন দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগের কম হয়ে যায় বনাঞ্চল তখন সেখানে বনায়ন তৈরি করা হয়।
- এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এড়াতে গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করা হয়।
- আমরা জানি গাছ প্রাণীদের অক্সিজেন দেয় এবং প্রাণীদের ত্যাগ করা কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কাজেই প্রাণীকে বাঁচাতে হলে গাছপালাকে বাঁচাতে হবে হবে সেই জন্য প্রাণী ও উদ্ভিদের সমতা বিধান করার জন্য বনায়ন তৈরি করা হয়।
- এছাড়াও বনে থেকে মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেই কারণেও অনেক সময় উপায়ে বনায়ন করা হয়।
- সাধারণত বহুদিন ধরে পড়ে থাকা জমি বা পাহাড়ি এলাকা বা নদীর পাড় এই সমস্ত এলাকায় বেশি পরিমাণে বনায়ন করা হয়।
- সরকারি উদ্যোগে বা অনেক সময় বিভিন্ন সংস্থা এই বনায়ন তৈরি করে থাকে অর্থাৎ গাছ লাগিয়ে থাকে।
- বনায়ান তৈরিতে অনেক সময় বিশেষ বিশেষ যন্ত্রের ও ব্যবহার করা হয় দ্রুত গাছ লাগানোর জন্য।
আরও পড়ুন :
what is afforestation
https://brainly.in/question/5241567
what is afforestation ????
https://brainly.in/question/5635272
#SPJ3
Similar questions