Chemistry, asked by din680589, 5 months ago

টি খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক-
ব্যাখ্যা কর।​

Answers

Answered by MzAbstruse
8

Answer:

which language is it..........

Answered by pulakmath007
44

 \sf { \underline{SOLUTION}} :

প্রশ্ন

দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।

উত্তর

বর্তমানে কৃষিকাজে বেশি ফলনের জন্য ইউরিয়া ব্যবহার আবশ্যক

দুই ধরণের ইউরিয়া ব্যবহার করা হয়

  • দানাদার ইউরিয়া

  • গুটি ইউরিয়া

সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য ব্রিকেট মেশিনের সাহায্যে দানাদার ইউরিয়া থেকে গুটি ইউরিয়া তৈরি করা হয়।

গুটি ইউরিয়া ব্যবহারের অনেক উপকারিতা আছে

এই ইউরিয়া শুধুমাত্র একবার প্রয়োগ করলেই চলে, ধান পাকা পর্যন্ত আর প্রয়োগ করতে হয় না। গুটি ইউরিয়া ব্যবহার করলে জমিতে ঘাস বা আগাছা কম হয়। এর ফলস্বরূপ খড়ে পুষ্টিমান বেশি পাওয়া যায়

পোকামাকড় এর উপদ্রব অনেকটা কম হয়।

গুটি ইউরিয়া বাতাসে উবে যায় না, মাটির গভীরে প্রবেশ করে না এবং জলের সাথে মিশে অপচয় হয় না

দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা -

  • দানাদার ইউরিয়া পুরো মরসুমে একাধিক বার প্রয়োগ করতে হয়

  • দানাদার ইউরিয়া সার জলে মিশে মাটির নিচে গাছের শেকড়ের অঞ্চলের বাইরে চলে যায়। ফলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পায় না

  • বৃষ্টি হলে জলের সাথে নিকাশি জলের সঙ্গে জমি থেকে বের হয়ে যায় বের হয়ে যায়

  • দানাদার ইউরিয়া সার ব্যবহার করলে অনেক অপচয় হয়। তাছাড়া খরচ ও বেশি।

গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা -

  • গুটি ইউরিয়া কোনো একপ্রকার ফসলে চাষের পুরো মরসুমে একবার ব্যবহার করলেই হয়

  • গুটি ইউরিয়া সার ব্যবহারের শতকরা ২০ থেকে ৩০ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়।

  • গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে

  • গুটি ইউরিয়া সার ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহারের ফলে ফলন ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায়

━━━━━━━━━━━━━━━━

আরো জানুন

ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে

https://brainly.in/question/28031125

Similar questions