Music, asked by mdkamrulhasan8329, 6 months ago

কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই,কেন?​

Answers

Answered by sneha3456
26

Explanation:

কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোন বিকল্প নেই। কারণ কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষির উপকরণ ও উৎপাদিত কৃষিপণ্য একসাথে একত্রে কৃষি মেলায় মাধ্যমেই দেখা সম্ভব। গ্রামের মতো শহরে এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

এ মেলায়, চারা, বীজ,সার ও কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। কৃষি বিষয়ক নানা লিফলেট, পুত্তলিকা,বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেখানো হয়। তাই বলা যায় যে কৃষি সম্প্রসারণ বা কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোন বিকল্প নেই।

Similar questions