Social Sciences, asked by akhirahman051, 8 months ago

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

Answers

Answered by Vikramjeeth
0

*Answer:

ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা এসাইনমেন্টে তৃতীয় প্রশ্নটি হচ্ছে – কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন? প্রশ্নটির উত্তর খুব শীঘ্রই পাবেন আমাদের ওয়েবসাইটে।আরা অত্যন্ত নির্ভুলভাবে এসাইনমেন্ট সমাধান করার চেষ্টা করছি। সুতরাং নির্ভুল সমাধান পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Answered by DEBOBROTABHATTACHARY
0

কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই।

কারণ একমাত্র কৃষি মেলার মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, উপকরণ, উৎপাদিত কৃষিপণ্য একসাথেদেখা সম্ভব হয়। আজকাল গ্রামের পাশাপাশি শহরেও কৃষি মেলার আয়োজন করা হয়। কৃষি মেলায় বিভিন্ন ধরনের বীজ ,চারাগাছ, সার, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়।

Similar questions