Math, asked by nikulstuden, 7 months ago

৩। সৃজনশীল প্রশ্ন: করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠান কীভাবে
সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। কিন্তু
কে কীভাবে কাজ করছে তার কোনাে খোঁজ নিলেন না। ফলে কাজের
তেমন অগ্রগতিই হলাে না। তখন তাঁর বড় ভাই বিষয়টি বুঝে সবার
সাথে আলােচনা করে অনুষ্ঠানটি কীভাবে খুব ভালােভাবে শেষ করা
যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান শেষ
করলেন।
গ) করিম সাহেব তাঁর মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি
অনুসরণ করেননি- ব্যাখ্যা কর।
ঘ) করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কী ঠিক ছিল?
যুক্তিসহকারে তােমার মতামত দাও।
৪। প্রতিবেদন তৈরি: তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে
যেসব খাবার গ্রহণ কর তা তােমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কী
পাঠ্যপুস্তকের আলােকে মন্তব্য কর।​

Answers

Answered by mdshadeen814
24

Step-by-step explanation:

করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাব টি অনুসরন করেনি ব্যখ্যা কর

Answered by payalchatterje
0

Answer:

গ) করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার 4 নং ধাপ অর্থাৎ মূল্যায়ন ধাপ অনুসরণ করেন কারণ:

করিম সাহেব মেয়ের বিয়েতে অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোন খোঁজ নিলেন না। ফলে কাজের তেমন অগ্রগতিই হলো না। কাজের ফলাফল ভাল না মন্দ তা যাচাই করাই মূল্যায়ন। কাজটির সফলতা-ব্যর্থতা, মূল্যায়ন এর ফলেই বোঝা যায়। ফলে ভবিষ্যতে কাজটি সহজেই নির্ভুলভাবে করা যায়। এ কাজটি করিম সাহেব অনুসরণ করেননি।

ঘ) করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই ঠিক ছিল। কারণ তিনি গৃহ ব্যবস্থাপনার চারটি ধাপ অনুসরণ করেছিলেন।

যেমন প্রথম ধাপ: পরিকল্পনা:

যে কোন কাজ করতে হলে আগে কাজটির সম্বন্ধে ভাবনা চিন্তা করার নামই পরিকল্পনা। করিম সাহেবের ভাই কাজটি সম্বন্ধে প্রথমে চিন্তাভাবনা করেছিলেন।

দ্বিতীয় :সংগঠন:হাজার কুড়ি অনুযায়ী বিষয়টি সবার সাথে আলাপ করেছিলেন।তৃতীয়: নিয়ন্ত্রণ: এ অনুযায়ী সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়েছিলেন।

চতুর্থ :মূল্যায়ন: এই অনুযায়ী কে কি ভাবে কাজ করছে তার খোঁজ-খবর নিয়েছেন।

৪। আমি 1 সপ্তাহের প্রতিদিন সকাল,দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করি তা নিম্নে একটি ছকে দেওয়া হল:

_____________________________

১ম দিন:

  • সকাল-রুটি, ডিম
  • দুপুর-ভাত, মাছ,সবজি
  • রাত-ভাত, মাছ, দুধ

২য় দিন:

  • সকাল - রুটি, ডিম
  • দুপুর-ভাত, ডাল, ডিম
  • রাত-রুটি, সবজি

৩য় দিন:

  • সকাল -পাউরুটি, ডিম
  • দুপুর -ভাত, ডাল, ডিম
  • রাত -ভাত, দুধ

৪র্থ দিন:

  • সকাল -ভাত, ডিম
  • দুপুর-ভাত, মাছ
  • রাত-রুটি, ডিম

৫ম দিন:

  • সকাল -রুটি
  • দুপুর-ভাত, শাক-সবজি
  • রাত-ভাত, মাছ

৬ষ্ঠ দিন:

  • সকাল - রুটি
  • দুপুর-ভাত, মাছ
  • রাত-রুটি, দুধ

৭ম দিন:

  • সকাল -রুটি
  • দুপুর- ভাত, মাংস
  • রাত-ভাত, মাংস

_________________________________

আমি যে খাবার গ্রহণ করি তা সঠিক কারন আমি প্রতিদিন পরিমিত পরিমাণে 6 টি পুষ্টি উপাদান গ্রহণ । অর্থাৎ আমি সুষম খাদ্য গ্রহণ করি।

এবং এর মাঝামাঝি আমি কিছু ফল ও কিছু ফাস্টফুড খেয়ে ফেলি। ফাস্টফুড আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। যা আমাদের ওজন বাড়ায় এবং আমাদের তারুণ্য কমিয়ে দেয়। প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি গ্রহণ করলে খেলাধুলা ও অন্যান্য কাজের মাধ্যমে আমি ক্যালরি লস করার চেষ্টা করি।

এটি একটি বাংলা প্রশ্ন |

বাংলা ভাষা সম্পর্কে আরও জানুন:

1) https://brainly.in/question/9179234

2) https://brainly.in/question/5630001

Similar questions