Math, asked by saidurrahman20575, 4 months ago

খ. বাশটির কত অংশ রং করা হয়েছে ।
গ. বাঁশটির কত অংশ রং করা বাকি রইল ।
দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা হলে
ক. উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রুপান্তর কর।
খ. দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
গ. দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দা​

Answers

Answered by sojibkhondokar50
9

Answer:

বাশটির কত অংশ রং করা হয়েছে

Answered by pulakmath007
22

 \sf{ \underline{SOLUTION }} :

প্রদত্ত

দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা

নির্ণয় করতে হবে

ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।

খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?

গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে,

কম্পিউটার দুইটির দামের অনুপাত কত ?

উত্তর

ক) প্রদত্ত অনুপাতটি হল ৩ : ২

সুতরাং উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর করলে ব্যাস্ত অনুপাতটি হয় = ২ : ৩

খ) এখানে বলা আছে,

দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২ এবং প্রথমটির দাম ৫৫০০০ টাকা

অর্থাৎ

প্রথমটির দাম / দ্বিতীয়টির দাম = ৩ : ২

সুতরাং

দ্বিতীয়টির কম্পিউটারের দাম

= ৫৫০০০ × ( ২/৩) টাকা

= ৩৬৬৬৬.৬৭ টাকা ( প্রায়)

গ) এখন দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে দ্বিতীয় কম্পিউটারের দাম হতো

= (৫৫০০০×২/৩)+২০০০ টাকা

= (১১৬০০০/৩) টাকা

সুতরাং কম্পিউটার দুইটির দামের নতুন অনুপাত

= ৫৫০০০ : (১১৬০০০/৩)

= ১৬৫০০০ : ১১৬০০০

= ১৬৫ : ১১৬

━━━━━━━━━━━━━━━━

আরো জানুন

খোকনের ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সে.মি.। খোকনের বি এম আই নির্ণয় কর।

https://brainly.in/question/28086463

Similar questions