ব্যাকটেরিয়াকে আদি কোষী বলা হয় কেন
Answers
Answered by
0
Answer:
ব্যাক্টেরিয়াল কোষ মানেই প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ।
আদি কোষ
♦ নিউক্লিয়াসের উপস্থিতি নেই।
♦ আবরণীবেষ্টিত অঙ্গাণু নেই।
♦ কোষপ্রাচীরের উপাদান পেপটিডোগ্লাইকেন।
♦ কোষ বিভাজনের ধরন অ্যামাইটোসিস।
♦ কোষ সংখ্যা এককোষী।
যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদি কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলে একে আদি কোষী জীব বলা হয়। ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। ফলে নিউক্লিয়াস বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইট্রোকন্ড্রিয়া, প্লাস্টিড, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না।
Answered by
0
Answer:
ਢਥਡਦਟਦਪਦਟਠਚਫਦਠਰਖਖਛਟਛ
Similar questions