English, asked by lokkimeye09, 5 months ago

(ঘ) ২টি সবুজ সারের নাম লিখ​

Answers

Answered by SparshaM
0

২টি সবুজ সারের নাম লিখ

উত্তর:

  • ধৈঞ্চা, খেসারি, মুগ, ছোলা, অড়হর,ছোলা ইত্যাদি।

ব্যাখ্যা:

  • সবুজ সার বলতে আমরা সেই সারকে বুঝি যা বপন করা শস্যের অপ্রয়োজনীয় অংশগুলো পচিয়ে সারের উপযোগী করে ব্যবহার করা হয়, তাকে সবুজ সার বলে।
  • সারের নাম সবুজ হওয়ার পিছনে অন্যতম কারন হল এই সার সবুজ, রসালো, দ্রুত বর্ধনশিল শস্যের অপ্রয়োজনীয় অংশগুলো পচিয়ে তৈরি হয়।
  • যেমন গোবর ও গৃহস্থালির ব্যবহৃত শাকসবজির অপ্রয়োজনীয় অংশগুলো একসাথে মিশিয়ে এবং পচিয়ে ও সবুজ সার তৈরি করা হয়ে থাকে, যা অতিমাত্রায় ফলপ্রসূ।
Similar questions