| মিনা সাধারণত রাত ১০ টায় বিছানায় যায়
এবং সকাল ৬ টায় ওঠে। সে কত ঘণ্টা
ঘুমায় ?
Answers
Answered by
1
Answer:
আপু উত্তর হচ্ছে ৮ ঘন্টা
Answered by
3
প্রদত্ত,
মিনা রাত ১০টায় বিছানায় যায়।
এবং, সকাল ৬ টায় ঘুম থেকে উঠে।
নির্ণেয়,
মিনা কত ঘন্টা ঘুমায়?
সমাধান,
প্রদত্ত গাণিতিক সমস্যা ঠিক আমরা সহজেই নিম্নলিখিত উপায়ে সমাধান করতে পারি।
এখন মিনার ঘুমানোর সময় একটি তারিখের রাত থেকে শুরু করে তার পরবর্তী তারিখের সকাল অবধি ব্যাপ্ত।
এখন, আমরা সময় ব্যবধান নির্ণয় করে পাই :
= রাত ১০ টা থেকে পরবর্তী সকাল ৬টা
= (রাত ১০টা থেকে রাত ১২টা) + (রাত ১২টা থেকে পরবর্তী সকাল ৬টা)
= ২ ঘন্টা + ৬ ঘন্টা
= ৮ ঘন্টা
(এটিই অন্তিম উত্তর হিসেবে বিবেচ্য হবে)
অতএব, মিনা সর্বমোট ৮ ঘন্টা ঘুমায়।
Similar questions